নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২৫ শে আগস্ট : একটি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেল মঞ্জুষা তরফদার দিন কয়েক আগে বোলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে লেখা ছিল, কেও আমার ফেসবুক প্রফাইল হ্যাক করে কমেন্ট বক্সে নানান ধরণের বিকৃত মন্তব্য করছে।
সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে বীরভূম জেলা পুলিশের সাইবার ক্রাইম থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তে উঠে এসেছে একটি আই পি এড্রেস বা ইন্টারনেট প্রোটোকল এড্রেস। সেই আই পি এড্রেস রেজিস্টার আছে উদয়ন মন্ডলের নামে।পরে পুলিশ উদয়ন মণ্ডলকে গ্রেফতার করে জানতে পারে ওই আই পি এড্রেস টি একটি ইন্টারনেট মোডেমের, যে মোডেমটি ব্যবহার করতো উদয়ণের ভাইজি দিশা মন্ডল। যে বর্তমানে ওই বেসরকারি কলেজের ছাত্রী। পরে সেই মেয়েটিকেও গ্রেফতার করা হয়।
রবিবার তাদের দুজনকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক আগামী ০২,০৯,টো১৯ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন