নিজস্ব সংবাদদাতা,বহরমপুর, ৫ই ডিসেম্বর :ভাগীরথী কো-অপারেটিভ মিল্ক প্রডুয়সার্স ইউনিয়নের নিউ প্রডাক্ট লঞ্চিং অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরুপ রায়।
মঙ্গলবার বিকেলে বহরমপুর রবীন্দ্রসদনে আয়োজিত অনুষ্ঠানে ভাগীরথী দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্যের নতুন প্যাকিং ডিজাইন জনসপক্ষে প্রকাশ করেন সমবায় মন্ত্রী অরুপ রায়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন, রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, জেলা শাসক তথা ভাগীরথী মিল্ক উইনিয়নের স্পেশাল অফিসার পি উল্গানাথন, ভাগীরথী মিল্ক উইনিয়নের অফিসার ইনচার্জ সুকান্ত সাহা ,কান্দির বিধায়ক অপুর্ব সাহা, জেলা পরিষদের সহকারী সভাধিপতি বৈদ্যনাথ দাস সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিকেরা
ভাগীরথী কো-অপারেটিভ মিল্ক প্রডুয়সার্স ইউনিয়নের নিউ প্রডাক্ট লঞ্চিং অনুষ্ঠান
ভাগীরথী কো-অপারেটিভ মিল্ক প্রডুয়সার্স ইউনিয়নের নিউ প্রডাক্ট লঞ্চিং অনুষ্ঠান
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram