ভাগ্নের জন্মদিনে সাহেবের পোস্ট, ‘সুস্মিতা মামি’র খোঁজে নেটিজেনরা

ভাগ্নের জন্মদিনে সাহেবের পোস্ট, ‘সুস্মিতা মামি’র খোঁজে নেটিজেনরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং অভিনেত্রী সুস্মিতা দত্তর অনস্ক্রিন ও অফস্ক্রিন রসায়ন নিয়ে দীর্ঘদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন চলছে। তাঁরা কেবল সহ-অভিনেতা, নাকি বাস্তব জীবনেও একে অপরের খুব কাছের, তা স্পষ্ট না হলেও সোশ্যাল মিডিয়ায় তাঁদের নিয়ে আলোচনা তুঙ্গে। যদিও এই চর্চা নিয়ে সাহেব কিংবা সুস্মিতা কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি, তবে তাঁদের নীরবতা যে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়, তা স্পষ্ট।

রবিবার ছিল সাহেবের ভাগ্নে ধ্রুবর জন্মদিন। দিদি সোনম এবং জামাইবাবু ফুটবলার সুনীলের ছেলে ধ্রুবকে কোলে নিয়ে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন সাহেব। ছবিতে মামা-ভাগ্নে দু’জনের মুখেই হাসি লেগে আছে। ছবির ক্যাপশনে সাহেব লেখেন, “শুভ জন্মদিন আমার বাচ্চা… তুমি যে এত মানুষের আনন্দের উৎস, তা তোমার কোন ধারণাই নেই। আমি বিশ্বব্রহ্মাণ্ডের কাছে প্রার্থনা করি যেন তুমি একদিন একজন ভালো মানুষ হও এবং আমাদের সকলকে গর্বিত কর। সাহেব মামা লাইভ ইউ ৩০০০।”

ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই একদিকে ধ্রুবকে জন্মদিনের শুভেচ্ছায় ভরে যায় কমেন্ট বক্স, অন্যদিকে নেটিজেনদের একাংশের নজর চলে যায় সুস্মিতার দিকে। কেউ প্রশ্ন করেন, “মামি কোথায়?” কেউ লেখেন, “মামাকে বল এবার মামি চাই।” আবার কেউ মন্তব্য করেন, “এবার মামির সঙ্গে একটা পোস্ট পেলেই ষোলকলা পূর্ণ।” এমনকি কেউ কেউ উল্লেখ করেন, “সাহেব মামা সুস্মিতা মামিকে নিয়ে বেঙ্গালুরু গিয়েছিলে।”

বর্তমানে সাহেব ও সুস্মিতা দু’জনেই অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা-য়। সাহেবের জন্য এটি প্রথম ধারাবাহিক হলেও অল্পদিনের মধ্যেই তাঁর এবং সুস্মিতার জুটি দর্শকমনে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। পর্দার অগ্নিভর ও গোবরদেবীর চরিত্রের মাধ্যমে তাঁরা যেভাবে দর্শকদের মন জয় করেছেন, তাতে তাঁদের অফস্ক্রিন সমীকরণ নিয়েও জল্পনা তুঙ্গে। ধারাবাহিকের সেটেই তাঁদের প্রথম আলাপ হলেও বর্তমানে বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। তবুও সাহেব বা সুস্মিতা, কেউই প্রকাশ্যে স্বীকার করেননি যে তাঁরা সম্পর্কে রয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top