দক্ষিন 24 পরগণা – দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আবারও রাজনৈতিক উত্তেজনা ছড়াল। রবিবার ভরসন্ধ্যেয় পোলেরহাট এলাকায় রক্তদান শিবিরের প্রস্তুতি ঘিরে তৃণমূল এবং আইএসএফ কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। সেই তর্কাতর্কি মুহূর্তেই বড় আকার নেয় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, গোলমালের মাঝেই কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়, যা এলাকায় আতঙ্ক বাড়িয়ে তোলে। খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে এলাকায় টহলদারি জোরদার করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেই লক্ষ্যে পুরো অঞ্চলকে কড়া নিরাপত্তায় রেখেছে পুলিশ।
আইএসএফের অভিযোগ, রক্তদান শিবিরে বিধায়ক নওশাদ সিদ্দিকির ছবি লাগানোর সময় স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাধা দেয়। প্রথমে কথা কাটাকাটি হলেও পোস্টার নামাতে অস্বীকার করায় তৃণমূল কর্মীরাই গুলি ছোড়ে বলে দাবি করেন আইএসএফ সমর্থকেরা। তাঁদের অভিযোগ, পরিকল্পিতভাবেই ঘটনায় উত্তেজনা ছড়াতে চেয়েছিল শাসকদলের কিছু লোক।
অন্যদিকে, তৃণমূল বিধায়ক সওকত মোল্লা অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন, আইএসএফের তরফেই প্রথম গুলি চালানো হয়। কার কোন ভূমিকা রয়েছে—সব অভিযোগই খতিয়ে দেখছে পুলিশ। সংঘর্ষের পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে গোটা এলাকা। যদিও পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে, তবুও আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
রাজনৈতিক মহলের মতে, ভাঙড়ে এমন অশান্তির ঘটনা নয়া কোনও বিষয় নয়। এর আগেও শাসক-বিরোধী সংঘর্ষে বহুবার উত্তেজনা তৈরি হয়েছে। সেই দীর্ঘ তালিকায় নতুন সংযোজন হল রবিবারের এই ঘটনা, যা আবারও প্রমাণ করল এলাকায় রাজনৈতিক বিরোধ কতটা গভীর।



















