কলকাতা – শীতের রাত, চারদিক ঢেকে ঘন কুয়াশা। ডিউটি শেষে বাইকে বাড়ি ফিরছিলেন কলকাতা পুলিশের এএসআই শাহাবুদ্দিন বিশ্বাস (৪৫)। আচমকা পিছন দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা মারে তাঁর বাইকে। ভাঙড়ের বৈরামপুর এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় ট্রাক, সরাসরি আঘাত লাগে এএসআই-এর গায়ে। ধাক্কার জেরে ছিটকে পড়ে যান তিনি। তারপর ট্রাকের চাকা উঠে যায় তাঁর কোমরের উপর দিয়ে, যা প্রাণঘাতী আঘাত হয়ে দাঁড়ায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই প্রায় নিথর হয়ে পড়েছিলেন শাহাবুদ্দিন। তবুও তাঁকে দ্রুত উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কর্মসূত্রে ভাঙড় ডিভিশনের ডিসি অফিসে কর্মরত হলেও বাস করতেন কলকাতার বডিগার্ড লাইনের কোয়ার্টারে। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই মালদায় অবস্থিত তাঁর বাড়িতেও শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়েই ডিসি সৈকত ঘোষ-সহ ঊর্ধ্বতন আধিকারিকরা পৌঁছে যান ঘটনাস্থলে। পুলিশ ট্রাকটি আটক করেছে, যদিও চালক পলাতক। তাকে ধরতে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে জোরদারভাবে। ট্রাকের নম্বর, আশপাশের সিসিটিভি এবং স্থানীয় সূত্র—সবদিকেই নজর রেখেছেন তদন্তকারীরা। পুলিশের আশা, খুব দ্রুতই এই মর্মান্তিক দুর্ঘটনার দায়ী চালককে গ্রেফতার করা সম্ভব হবে।




















