এক রাতে ৬ টি ঘর ভাঙলো হাতি, কোথায় ঘটলো এই ঘটনা । মঙ্গলবার রাত এগারোটা নাগাদ একটি দলছুট হাতি পরপর ছটি ঘর ভাঙলো বাঁকুড়ার সিমলাপালের পুটিয়াদহ গ্রামে। ঘটনার খবর পেয়ে সিমলাপাল থানার আইসি তাপস দত্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়ে গেলেন। ঘটনাস্থলে এসেছেন দুবরাজপুরের বিট অফিসার সহ বনকর্মীরা। এই গ্রামটি সিমলাপালের দুবরাজপুর গ্রাম পঞ্চায়েতএলাকা।
চাঁদপুর গ্রামের বাসিন্দারা জানালেন, আজ প্রায় ১২ দিন হল একটি দলছুট হাতি এলাকায় এসেছে। এলাকায় অন্তত কুড়ি পঁচিশ বিঘা শসা, কুমড়া ,করলা ,খেত নষ্ট করেছে। সারেঙ্গার রেঞ্জ অফিসার সুরজিৎ কুমার মজুমদার স্বীকার করলেন মঙ্গলবার রাতে হাতিটি পুটিয়াদহ গ্রামে গিয়ে ৬ বাড়ি ভেঙ্গেছে। হাতিটির গতিবিধির দিকে বনকর্মীরা নজর রেখেছেন।
আর ও পড়ুন বেহাল রাস্তার মধ্যে জ্যান্ত মাছ ছেড়ে প্রতিবাদ জানালেন এলাকাবাসীরা
বুধবার সকালে পুটিয়াদহ গ্রামে গিয়ে দেখা গেল রেশন ডিলার সন্তোষ সতপতির কয়েক বস্তা চাল নষ্ট করেছে। এছাড়া নরুপাল হাঁসদা, মামনি হাঁসদা, সাধন রায় , শংকর সিংহমহাপাত্র ও সবর সিংহ মহাপাত্রর বাড়ি ভেঙ্গেছে। রেঞ্জ অফিসার জানিয়েছেন খাবারের খোঁজে এবং অবৈধ চোলাই মদের সন্ধানে হাতি গ্রামে হানা দিচ্ছে। এ বিষয়ে বাঁকুড়া দক্ষিণ বনবিভাগের ডি এফ ও, ই – বিজয় কুমার জানালেন এটি একটি রেসিডেন্সিয়াল হাতি।
এটি সাধারণত বাঁকুড়া দক্ষিণ বন বিভাগ এবং পশ্চিম মেদিনীপুরের রূপনারায়ন বন বিভাগের মধ্যে থাকে। বর্তমানে হাতিটি রূপনারায়ন এলাকায় আছে। বাস্তবে দেখা যাচ্ছে পুটিয়াদহ গ্রামের হাই স্কুলের পিছনে হাতিটি বিশ্রাম নিচ্ছে। ডি এফ ও জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবেদন করলে প্রত্যেককেই সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।
উল্লেখ্য, মঙ্গলবার রাত এগারোটা নাগাদ একটি দলছুট হাতি পরপর ছটি ঘর ভাঙলো বাঁকুড়ার সিমলাপালের পুটিয়াদহ গ্রামে। ঘটনার খবর পেয়ে সিমলাপাল থানার আইসি তাপস দত্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়ে গেলেন।
ঘটনাস্থলে এসেছেন দুবরাজপুরের বিট অফিসার সহ বনকর্মীরা। এই গ্রামটি সিমলাপালের দুবরাজপুর গ্রাম পঞ্চায়েতএলাকা। চাঁদপুর গ্রামের বাসিন্দারা জানালেন, আজ প্রায় ১২ দিন হল একটি দলছুট হাতি এলাকায় এসেছে। এলাকায় অন্তত কুড়ি পঁচিশ বিঘা শসা, কুমড়া ,করলা ,খেত নষ্ট করেছে। সারেঙ্গার রেঞ্জ অফিসার সুরজিৎ কুমার মজুমদার স্বীকার করলেন মঙ্গলবার রাতে হাতিটি পুটিয়াদহ গ্রামে গিয়ে ৬ বাড়ি ভেঙ্গেছে। হাতিটির গতিবিধির দিকে বনকর্মীরা নজর রেখেছেন।