ভাঙ্গন আতঙ্কে ঘরবাড়ি ভেঙ্গে অনএ আশ্রয় নিচ্ছেন মানিকচকের নারায়ণপুর চর এবং হুকমতটোলার বাসিন্দারা। ভাঙ্গন আতঙ্কে ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরাচ্ছেন মানিকচকের নারায়নপুর চর এবং গোপালপুর গ্রাম পঞ্চায়েতের হুকমত টোলাবাসীরা। মালদার মানিকচক বিধানসভার অন্তর্গত নারায়ণপুর চর এখানে প্রায় ৫০০ টি পরিবারের বসবাস অন্যদিকে হুকমত টোলা এলাকায় অহরহ চলছে ভাঙ্গন।
এই আতঙ্কে জেরবার প্রায় ২০০ পরিবার ভাঙ্গনের জেরে ঘর বাড়ি ভেঙে অন্যত্র নিরাপদ আশ্রয় নিচ্ছেন বহু পরিবার।ভাঙন আতঙ্কে রাতের ঘুম উড়েছে স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তাদের কেউ আসেনি। স্থানীয়রা জানাচ্ছেন তারা বাড়ি ভেঙে কোথায় ঠাঁই নেবেন তা তাদের জানা নেই।অনেকে রাস্তার পাশে আশ্রয় দিয়েছেন। অনেকের অভিযোগ যদি এই ভাবে ভাঙন চলতে থাকে তবে তবে আমাদের ভিটা মাটি ছাড়া হতে হবে।
আরও পড়ুন – রায়দিঘীতে পুকুর থেকে উদ্ধার কুমির
স্থানীয়দের দাবি সরকারের কাছে তাদের যদি বসবাসের জন্য কলোনির ব্যবস্থা করে দেওয়া হয়।অপরদিকে মানিকচক নারায়ণপুর চর এলাকায় বিগত কয়েকদিন ধরে চলছে ভয়াবহ ভাঙ্গন।ভাঙ্গনের জেরে প্রায় চল্লিশ ঘরবাড়ি সহ প্রায় তিন কিলোমিটার জমি তোলিয়ে যায় নদী গর্ভে। এমুহূর্তে ভিটে মাটি হারিয়ে নারায়নপুর চর এলাকা ছেড়ে মানিকচক ঘাট এলাকায় আশ্রয় নিয়েছেন বহু পরিবার। খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছে দুর্গতরা।দুর্গতদের দাবি তাদের কোলনী এবং পুনঃবাসন করে দেওয়া হক।
এবিষয় নারায়ণপুর চর এলাকায় বাসিন্দা মহেশ চৌধুরী বলেন,বিগত কয়েকদিন থেকে ব্যাপক ভাঙ্গনে অনেক ঘরবাড়ি নদীগর্ভে তোলিয়ে গেছে। আমরা এখন মানিকচক ঘাট এলাকায় আশ্রয় নিয়েছি।আমাদের আবেদন সরকার আমাদের পুনঃবাসনের ব্যবস্থা করুক।
উল্লেখ্য, ভাঙ্গন আতঙ্কে ঘরবাড়ি ভেঙ্গে অনএ আশ্রয় নিচ্ছেন মানিকচকের নারায়ণপুর চর এবং হুকমতটোলার বাসিন্দারা। ভাঙ্গন আতঙ্কে ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরাচ্ছেন মানিকচকের নারায়নপুর চর এবং গোপালপুর গ্রাম পঞ্চায়েতের হুকমত টোলাবাসীরা। মালদার মানিকচক বিধানসভার অন্তর্গত নারায়ণপুর চর এখানে প্রায় ৫০০ টি পরিবারের বসবাস অন্যদিকে হুকমত টোলা এলাকায় অহরহ চলছে ভাঙ্গন।