নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা ,২৩ শে আগস্ট : ডেঙ্গু জ্বরে আক্রান্ত একই গ্রামের ১৪ জন মহিলা পুরুষ। প্রত্যেকেই চিকিৎসাধিন ভাঙড় নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এলাকা সূত্রে জানা যায় প্রত্যেকের বাড়ি ভাঙড়ের মরিচা গ্রামে। একই এলাকায় এক সঙ্গে এত জনের ডেঙ্গুর খবরে এলাকায় আত্মঙ্ক। নড়ে চড়ে বসেছে প্রশাসন। এলাকায় এলাকায় গিয়ে জনসচেতনতা বাড়াচ্ছে এলাকার রাজনৈতিক নেতা থেকে শুরু করে ভাঙড় এক ব্লক প্রশাসন।
সারা রাজ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। জ্বরে মৃত্যুর সংখ্যাও একই রকম বেড়ে চলেছে। ফলে এলাকায় এলাকায় জন সচেতনতায় নেমে পরেছে রাজনৈতিক দল গুলি। পিছিয়ে নেই ব্লক প্রশাসনও। এদিন ভাঙড়ের মরিচা গ্রামে ১৪ জনের জ্বরের খবর শুনে ব্লক প্রশাসন সেখানে স্বাস্থ্য পরিক্ষা শিবিরের আয়োজন করেন। উপস্থিত ছিলেন উপ স্বাস্থ্য আধিকারিক মৃদুল ব্যানার্জি।, ভাঙড় ব্লক স্বাস্থ্য আধিকারিক অনিমেষ হোর, ভাঙড় এক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত পাত্র, তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদ। স্বাস্থ্য শিবিরের পাশাপাশি বিডিও সৌগত পাত্র মহাশয় এলাকার নলমুড়ি হসপিটাল পরিদর্শন করেন। জ্বরে আক্রান্ত দের সঙ্গে কথা বলেন। এলাকায় সব রকম দিক দিয়ে সচেতন করা হবে জানান বিডিও সাহেব। স্বাস্থ্য আধিকারিক অনিমেষ হোর জানান, ১৪ জন জ্বর নিয়ে ভর্তি হয়েছে। তার মধ্যে ৭ জনের ডেঙ্গু পজেটিভ। আমরা আমাদের সাধ্যমত চিকিৎসা করছি।