ভাঙড়ে জমি জীবিকা কমিটিতে ভাঙন, তৃণমূলে যোগ দিলো তিনশো কর্মীর

ভাঙড়ে জমি জীবিকা কমিটিতে ভাঙন, তৃণমূলে যোগ দিলো তিনশো কর্মীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪পরগণা : ভাঙড়ে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি সদস্যরা শনিবার যোগদিল তৃণমূলে। এদিন প্রায় তিনশো আন্দোলন কারি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল সভাপতি শুভাশিষ চক্রবর্তীর হাত ধরে তারা তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করেছে বলে এদিন জানান ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম।
ভাঙড়ে পাওয়ার গ্রীড আন্দোলনকে সামনে রেখে ভাঙড়ের পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতের মাছিভাঙা, খামারআইট, নতুনহাট,গাজিপুর, মিদ্দে পাড়ার কয়েকহাজার সাধারণ মানুষ তৃণমূল বিরোধী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতে জমি কমিটির দাপটে কার্যত তৃণমূল কংগ্রেসরা আজও উঠতে পারেনি। এমত অবস্থায় ২১শের বিধানসভা ভোটের আগে জমি কমিটি থেকে তৃণমূলে প্রায় তিনশো আন্দোলনকারি যুক্ত হওয়ায় খুশি তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য ২০১৭ সালের ১৭ই জানুয়ারি ভাঙড়ের পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েত এলাকার খামারআইট মাছিভাঙা এলাকায় ইলেকট্রিক সাবসেন্টারকে সামনে রেখে এলাকায় বিরাট উত্তেজনা ছড়িয়েছিলো। ঘটনার পরিপেক্ষিতে চার জনের প্রাণ গিয়েছে। এরপর গঙ্গাদিয়ে বয়ে গিয়েছে অনেক জল। পোলেরহাট ২ পঞ্চায়েত বোর্ড তৃণমূল গঠন করলেও আজও পঞ্চায়েতে উঠতে পারেনি তৃণমূলের প্রধান উপপ্রধানরা। এমত অবস্থায় জমি জীবিকা কমিটির পক্ষ থেকে আমফানেত ক্ষতিপূরণের দুর্নীতি নিয়ে একাধিক বার আন্দোলন নেমেছে। সেসব কিছুর মাঝে প্রায় তিনশো পাওয়ার গ্রীড বিরোধী আন্দোলনকারী তৃণমূল যোগ দেওয়ায় খুশি এলাকার তৃণমূল নেতৃত্ব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top