দক্ষিণ২৪পরগণা:- ভাঙড়ে বিবাহ বহির্ভুত সম্পর্কের প্রতিবাদ করায় গৃহবধূকে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘর বাড়ি ভাঙ্গচুর করা হয় অভিযুক্তের। মৃতের নাম লিলুফা বিবি (৩০)। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাটিয়েছে পুলিশ।ঘটনায় মৃতের স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব হয়েছেন পরিবারের লোকজন।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভাঙড়ের নাংলা গ্রামে।

শনিবার ভাঙড়ের নাংলা গ্রামে হান্নান মোল্লার বাড়ি থেকে গৃহবধূ লিলুফার মৃতদেহ উদ্ধার হয়।বছর দশেক আগে ভাঙড়ের কচুয়া গ্রামের মহিদ্দিন মোল্লার মেয়ে লিলুফার সঙ্গে নাংলা গ্রামের হান্নান মোল্লার বিবাহ হয়।তাদের দুইটি সন্তান ও আছে। বিবাহের পর থেকেই গৃহবধূর উপরে লাগাতার অত্যাচার শারিরীক নির্যাতন চলতো বলে অভিযোগ।শনিবার সকালে ওই গৃহবধূ লিলুফার মৃত্যুর খবর সামনে।লিলুফার বাপের বাড়ির লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন মৃত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে।তাদের দাবি আমাদের মেয়ে কে ওরা বালিশ চাপা দিয়ে খুন করেছে।মুহূর্তের মধ্যে এলাকার বাসিন্দা সহ লিলুফার বাপের বাড়ির লোকজন উত্তেজিত হয়ে ওঠে।পরিস্থিতি বেগতিক দেখেই আগেভাগেই বাড়ি ঘর ছেড়ে পালায় লিলুফার স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যরা।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনা স্হলে পৌঁছায় কাশীপুর থানার পুলিশ।উত্তেজিত জনতা কে বুঝিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। খুনের অভিযোগ তুলে সরব হওয়া জনতা অভিযুক্তদের শাস্তির দাবিতে আওয়াজ তোলেন।এর পাশাপাশি নাংলা গ্রামের তৃণমূল নেতা পিন্টু মোল্লার বিরূদ্ধে আসামী দের লুকিয়ে রাখার অভিযোগ তুলে বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।ঘরের ভিতরে ঢুকে চলে তল্লাশি।