ভাঙড়ঃ নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য আমবাগানে বসে বোমা তৈরি করছিল দুই দুষ্কৃতি। খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ সেখান থেকে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে কাশীপুর থানার দক্ষিণ গাজীপুরে। ধৃত দুই যুবকের নাম মোফিজুল মোল্লা ও এন্তাজুল মোল্লা। দুজনেই এদিন রাতে নির্জন আমবাগানে বসে বোমা তৈরি করছিল। ধৃতদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম ও নটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।
এদিন দুষ্কৃতি দের কাছ থেকে উদ্ধার হওয়া নটি তাজা বোমা দক্ষিণ গাজী পুরের নির্জন আমবাগানে বোম স্কোয়াডের উপস্থিতিতে নিষ্ক্রিয় করা হয়। উল্লেখ্য এই একই আমবাগান থেকেই বোম উদ্ধার করেছিলো কাশিপুর থানার পুলিশ।