ভাটপাড়ায় অস্থায়ী সাফাই কর্মীদের বকেয়া বেতনের দাবিতে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি

ভাটপাড়ায় অস্থায়ী সাফাই কর্মীদের বকেয়া বেতনের দাবিতে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৮ জানুয়ারি ২০২১ উত্তর ২৪পরগণা: বকেয়া বেতনের দাবিতে ভাটপাড়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের আন্দোলনের আজ চতুর্থ দিনেও ভাটপাড়া পৌর পরিষেবা অচল।

বিগত প্রায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গত ২৫ জানুয়ারি থেকে তাদের আন্দোলন শুরু হওয়ার পর ভাটপাড়া পৌরসভার মুখ্য পৌর প্রশাসক অরুন বন্দ্যোপাধ্যায় ২৭ জানুয়ারি বকেয়া কিছু টাকা দেওয়ার আশ্বাস দিলেও শুধুমাত্র ট্রাক্টর চালকদের কিছু বকেয়া বেতন দেওয়া হলেও সাফাই কর্মীদের কিছুই দেওয়া হয়নি। যতক্ষণ না সাফাই কর্মীদের বকেয়া বেতন না মিটবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সাফাই কর্মীদের তরফ থেকে।আর এর জেরেই গোটা পৌর এলাকা জুড়ে আবর্জনার স্তূপে পরিনত হয়েছে। যদিও ভাটপাড়া পৌরসভার মুখ্য পৌর প্রশাসক অরুন বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার ফের আশ্বাস দিয়েছেন। অন্যদিকে ভাটপাড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা ব্যারাকপুর এর বিজেপি সাংসদ অর্জুন সিং বর্তমান ভাটপাড়া পৌরসভার প্রশাসক মন্ডলীর বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন। সবমিলিয়ে ভাটপাড়া পৌরসভার সাফাই কর্মীদের আন্দোলন নিয়ে যথেষ্টই সরগরম গোটা ভাটপাড়া এলাকা।

আরও পড়ুন….টাকা দিয়ে নেতা কেনার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top