ভাটপাড়ায় বোমাবাজি, চলল গুলি, এবার অভিযোগ অর্জুন সিংয়ের বিরুদ্ধে!

ভাটপাড়ায় বোমাবাজি, চলল গুলি, এবার অভিযোগ অর্জুন সিংয়ের বিরুদ্ধে!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

উত্তর 24 পরগনা – ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে আবারও চাঞ্চল্য ছাড়ল এলাকায়। বুধবার রাতে ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে মেঘনা মিলের সামনে বোমাবাজির ঘটনাটি ঘটেছে।স্থানীয়দের থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ।

গুলিও চলে বলে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম দাবি করেন, মেঘনা মিলের মধ্যে কর্মীদের মধ্যে গন্ডগোল হচ্ছিল। সেই সময় বিজেপি নেতা অর্জুন সিং তাঁর দলবল নিয়ে ঘটনাস্থলে চলে আসেন। অর্জুন সিং নিজের রিভলবার থেকে একটি গুলি চালান। সাদ্দাম নামে এক ব্যক্তির পায় গুলি লাগে। তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে।



এই ঘটনার পর বিজেপি নেতা অর্জুন সিং বলেন, ‘আমরা বাড়ির সামনেই ছিলাম। হঠাৎ গুলি, বোমার আওয়াজ পাই। তখনই ঘটনাস্থলে ছুটে যাই। তখন দেখতে পাই একদল আরেকদলকে তাড়া করে নিয়ে যাচ্ছে। আর একজন ড্রেনের পাশে পড়ে রয়েছে। তাঁকে আমরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।’ অর্জুন সিং আরও দাবি করেন, ‘পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরা দেখলেই বোঝা যাবে।’ তিনি আরও দাবি, নমিত সিং নামের এক যুবক এই ঘটনা ঘটিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top