ভাটপাড়ায় ভোট লুটের চেষ্টায় অর্জুন সিং! কেন্দ্রীয় বাহিনী এবং বহিরাগত দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে ভাটপাড়ার বিভিন্ন ওয়ার্ডে বুথ দখলের চেষ্টা অর্জুনের। পাল্টা তৃণমূলকর্মীরা বাধা দিতে গেলে তাদের ওপর হামলা হয়। এমনকি পুলিশ কেন আঙ্গুল উঁচিয়ে হুমকি দিতে দেখা যায় অর্জুনকে।
বিশাল পুলিশবাহিনী গিয়ে ভাজপার দুষ্কৃতীদের হটিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘোষপাড়া এলাকায় রাস্তা থেকে একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ম্যাগাজিন কোন পুলিশকর্মীর দুষ্কৃতীদের তাড়া করতে যাওয়ার সময় পড়ে গিয়েছিল পরে পুলিশ তা উদ্ধার করে।
তৃণমূলের অভিযোগ রবিবার সকাল থেকে বিজেপির গুন্ডা বাহিনীর ভাটপাড়ার বিভিন্ন ওয়ার্ডে দাপিয়ে বেড়ায় 10, 11, 12, 13, 14 এই ওয়ার্ডগুলোতে ভোট লুটের চেষ্টা করে বিজেপি। 13 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী নিজে ভোট গণনা কেন্দ্রে ঢুকে ইভিএম ভাঙচুর করেন পরে পুলিশ তাকে আটক করে। এত কিছু করেও ভোট দখল করতে না পেরে সকাল দশটা নাগাদ ময়দানে নামেধ অর্জুন।
আর ও পড়ুন পুরভোটের আগে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
কেন্দ্রীয় বাহিনী এবং বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে বিভিন্ন ওয়ার্ডে ঢুকে উত্তেজনা ছাড়ানোর চেষ্টা করেন তিনি। ভোটারদের ভয় দেখানো হয়, তৃণমূল এজেন্টের বুথ থেকে টেনে বের করে দেয়া হয়। পাল্টা তৃণমূল কর্মীরা প্রতিরোধ করলে তাদের ওপর ইট বৃষ্টি হয়। ইটের আঘাতে জখম হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। পাল্টা পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
অর্জুন সিং কে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। ব্যারাকপুর পুলিশ কমিশনার সূত্রে খবর আপাতত ভাটপাড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।
উল্লেখ্য,ভাটপাড়ায় ভোট লুটের চেষ্টায় অর্জুন সিং! কেন্দ্রীয় বাহিনী এবং বহিরাগত দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে ভাটপাড়ার বিভিন্ন ওয়ার্ডে বুথ দখলের চেষ্টা অর্জুনের। পাল্টা তৃণমূলকর্মীরা বাধা দিতে গেলে তাদের ওপর হামলা হয়। এমনকি পুলিশ কেন আঙ্গুল উঁচিয়ে হুমকি দিতে দেখা যায় অর্জুনকে।বিশাল পুলিশবাহিনী গিয়ে ভাজপার দুষ্কৃতীদের হটিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘোষপাড়া এলাকায় রাস্তা থেকে একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ম্যাগাজিন কোন পুলিশকর্মীর দুষ্কৃতীদের তাড়া করতে যাওয়ার সময় পড়ে গিয়েছিল পরে পুলিশ তা উদ্ধার করে।
তৃণমূলের অভিযোগ রবিবার সকাল থেকে বিজেপির গুন্ডা বাহিনীর ভাটপাড়ার বিভিন্ন ওয়ার্ডে দাপিয়ে বেড়ায় 10, 11, 12, 13, 14 এই ওয়ার্ডগুলোতে ভোট লুটের চেষ্টা করে বিজেপি। 13 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী নিজে ভোট গণনা কেন্দ্রে ঢুকে ইভিএম ভাঙচুর করেন পরে পুলিশ তাকে আটক করে। এত কিছু করেও ভোট দখল করতে না পেরে সকাল দশটা নাগাদ ময়দানে নামেধ অর্জুন।