ভাটিখানা বন্ধের দাবিতে বিক্ষোভ । সন্ধ্যা হলেই শহরের অল্প বয়সী ছেলে মেয়েদের ভিড় জমে এলাকায়। চলে প্রকাশ্যে দেদার মদ্যপান সঙ্গে পথ চলতি মানুষকে কটূক্তি। বহুবার এলকার ভাটিখানার মালিক কে জানিয়েও কোনও সুরাহা হয়নি। দিন দিন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পাড়ার মেয়েরা সন্ধার পর ওই এলাকা দিয়ে ফিরতে রীতিমত আতঙ্কিত বোধ করে। মদ্যপ বাইক চালকদের বেপরোয়া বাইক চালানোর ফলে বেশ কয়েকজন মানুষ ইতিমধ্যেই আহত হয়েছে। বাধ্য হয়ে শনিবার রাতে আলিপুরদুয়ারের নর্থ পয়েন্টে মদ্যপ বাইক চালকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওই এলাকার ভাটিখানা বন্ধের দাবিতে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা ।
তাদের দাবি এই বিষয় নিয়ে একাধিকবার মদের দোকানের মালিক কে জানালেও তারা বিষয়টি পাত্তা দেয় নি। তাই এদিন তারা মদের ভাটি বন্ধের দাবিতে বিক্ষোভ দেখান এবং দোকান বন্ধও করে দেন। আর যদি দোকান খুলে মদ বিক্রির চেষ্টা করা হয় তাহলে দোকান ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে বলে জানান তারা।স্থানীয়দের বক্তব্য ,কি করে এই রকম পাড়ার ভেতরে ভাটিখানা চলতে পারে।এলাকার পরিবেশ দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির পুলিশ পৌঁছে চার মদ্যপ কে গ্রেফতার করে।
আরও পড়ুন – হাকিমপুর সীমান্ত থেকে দুই দালালসহ দশ বাংলাদেশি আটক
উল্লেখ্য, সন্ধ্যা হলেই শহরের অল্প বয়সী ছেলে মেয়েদের ভিড় জমে এলাকায়। চলে প্রকাশ্যে দেদার মদ্যপান সঙ্গে পথ চলতি মানুষকে কটূক্তি। বহুবার এলকার ভাটিখানার মালিক কে জানিয়েও কোনও সুরাহা হয়নি। দিন দিন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পাড়ার মেয়েরা সন্ধার পর ওই এলাকা দিয়ে ফিরতে রীতিমত আতঙ্কিত বোধ করে। মদ্যপ বাইক চালকদের বেপরোয়া বাইক চালানোর ফলে বেশ কয়েকজন মানুষ ইতিমধ্যেই আহত হয়েছে।
বাধ্য হয়ে শনিবার রাতে আলিপুরদুয়ারের নর্থ পয়েন্টে মদ্যপ বাইক চালকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওই এলাকার ভাটিখানা বন্ধের দাবিতে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা । তাদের দাবি এই বিষয় নিয়ে একাধিকবার মদের দোকানের মালিক কে জানালেও তারা বিষয়টি পাত্তা দেয় নি। তাই এদিন তারা মদের ভাটি বন্ধের দাবিতে বিক্ষোভ দেখান এবং দোকান বন্ধও করে দেন। আর যদি দোকান খুলে মদ বিক্রির চেষ্টা করা হয় তাহলে দোকান ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে বলে জানান তারা।