ভাতার দাবিতে সরব মৃৎশিল্পীরা। এবার সরকারি সাহায্য এবং ভাতার দাবিতে সরব মৃৎশিল্পীরা। দাবি না মিটলে বৃহওর আন্দোলনের যাওয়ার হুমকি দিয়েছেন। রবিবার বিকাল নাগাদ মালদার মানিকচকের পশ্চিম নারায়নপুর এলাকায় মানিকচকের বিভিন্ন এলাকার মৃৎশিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় মৃৎশিল্পী সমাবেশ। উপস্থিত ছিলেন মানিকচক ব্লক মৃৎশিল্পী সংগঠনের সভাপতি ফুলকুমার মন্ডল, সম্পাদক ফুলকান্ত দাস, দীপক রায়, বাদল প্রামাণিক সহ অনান্যরা। মৃৎশিল্পীদের অভিযোগ,
প্রতিমা তৈরির কাজ ছয় মাস হয় এবং বাকি মাসে কাজ থাকে না।ফলে জীবিকা নির্বাহে খুবই অসুবিধা হয় বলে জানা গেছে। এদিন জাতীয় সঙ্গীত এবং কেক কেটে সমাবেশের শুভাআরম্ভ করা হয়। তারা সরকারের কাছে সরকারি সাহায্য এবং ভাতার দাবি করেন মৃৎশিল্পী সংগঠনের তরফে। এবিষয়ে সভাপতি ফুলকুমার মন্ডল বলেন, আমারা মানিকচকের বিভিন্ন এলাকার মৃৎশিল্পীদের নিয়ে সমাবেশ করলাম। আমাদের দাবি সরকার আমাদের ভাতা দিক।আমাদের দাবি পূরণ নাহলে আন্দোলনে নামবো।
আরও পড়ুন – বড়দিনের উৎসবে মেতে উঠবে গাজোলের আলমপুর
উল্লেখ্য, এবার সরকারি সাহায্য এবং ভাতার দাবিতে সরব মৃৎশিল্পীরা।দাবি না মিটলে বৃহওর আন্দোলনের যাওয়ার হুমকি দিয়েছেন।রবিবার বিকাল নাগাদ মালদার মানিকচকের পশ্চিম নারায়নপুর এলাকায় মানিকচকের বিভিন্ন এলাকার মৃৎশিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় মৃৎশিল্পী সমাবেশ।উপস্থিত ছিলেন মানিকচক ব্লক মৃৎশিল্পী সংগঠনের সভাপতি ফুলকুমার মন্ডল,সম্পাদক ফুলকান্ত দাস,দীপক রায়,বাদল প্রামাণিক সহ অনান্যরা।
মৃৎশিল্পীদের অভিযোগ,প্রতিমা তৈরির কাজ ছয় মাস হয় এবং বাকি মাসে কাজ থাকে না।ফলে জীবিকা নির্বাহে খুবই অসুবিধা হয় বলে জানা গেছে।এদিন জাতীয় সঙ্গীত এবং কেক কেটে সমাবেশের শুভাআরম্ভ করা হয়।তারা সরকারের কাছে সরকারি সাহায্য এবং ভাতার দাবি করেন মৃৎশিল্পী সংগঠনের তরফে।এবিষয়ে সভাপতি ফুলকুমার মন্ডল বলেন, আমারা মানিকচকের বিভিন্ন এলাকার মৃৎশিল্পীদের নিয়ে সমাবেশ করলাম।আমাদের দাবি সরকার আমাদের ভাতা দিক।আমাদের দাবি পূরণ নাহলে আন্দোলনে নামবো।