নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর:- উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ কর্নজোড়ায় সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে পরিষেবা কার্যত লাটে উঠেছে জেলাশাসকের দপ্তর, পুলিশ সুপারের দপ্তর এবং জেলাপরিষদ ভবনে। এদিকে নিজেদের কাজ বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন সাফাইকর্মীদের সংগঠন ” রায়গঞ্জ সাফাইকর্মী হরিজন সমিতি “। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির জন্য আবেদন করলেও কোনও সুরাহা হয়নি তাই বাধ্য হয়ে কর্মবিরতি পালন করে আন্দোলনে নেমেছেন তাঁরা।
উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ কর্নজোড়ায় সরকারি সমস্ত অফিস মিলিয়ে ১০০ জন সাফাইকর্মী রয়েছেন। খুবই নিম্নহারে মাত্র ৩০০০ টাকা তাদের ভাতা প্রদান করা হয় যা দিয়ে এই দুর্মূল্যের বাজারে তাদের পক্ষে সংসার প্রতিপালন সম্ভব হচ্ছেনা। রায়গঞ্জ সাফাইকর্মী হরিজন সমিতির সদস্য শঙ্কর জমাদার বলেন, মাত্র তিন হাজার টাকা দিয়ে তাদের পক্ষে কাজ করা সম্ভব নয়। তাঁরা বহুবার প্রশাসনের কাছে ভাতা বৃদ্ধির জন্য আবেদন করেছেন কিন্তু প্রশাসন কর্নপাত করেনি। তাই বাধ্য হয়ে কাজ বন্ধ রেখে ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছেন তাঁরা।