ভাদু শেখের মৃত্যুর তদন্তভারও CBI-এর হাতে তুলে দিল হাইকোর্ট

ভাদু শেখের মৃত্যুর তদন্তভারও CBI-এর হাতে তুলে দিল হাইকোর্ট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভাদু শেখের মৃত্যুর তদন্তভারও CBI-এর হাতে তুলে দিল হাইকোর্ট। রামপুরহাটে বগটুই কান্ড নিয়ে এখনও সরগরম রাজ্য। এরই মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনার তদন্ত ভারভ CBI এর হাতেই তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার যে ঘটনার পরিপ্রেক্ষিতে বগটুইকাণ্ড ঘটেছিল সেই তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যুর ঘটনার তদন্তভারও এই CBI-এর হাতেই তুলে দিল হাইকোর্ট বলে সূত্রের খবরে জানা গেছে।সূত্রের খবর,হাইকোর্ট শুক্রবার এই রায় দিয়েছে।সূত্রের খবর,রামপুরহাটের বগটুুই হত্যাকাণ্ড ছাড়াও এবার তৃণমূল উপ প্রধান ভাদু শেখের খুনেরও তদন্ত করবে সিবিআই।

 

বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, “ভাদু শেখের খুন ও বগটুই হত্যাকাণ্ডের ঘটনার মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। ভাদু শেখ খুনের তদন্তভার হাতে নিতে আপত্তি নেই বলে এর আগে জানিয়েছিল সিবিআই।”অন্যদিকে জানা গেছে, আদালতে দাবী উঠছিল ভাদু খুনের দায়িত্ব সিবিআই-কে দেওয়ার। তার জন্য যুক্তি ছিল,” ভাদু শেখ খুন হওয়ার এক ঘণ্টার মধ্যেই রামপুরহাটের বগটুই গ্রামে জতুগৃহে পুড়িয়ে মারা হয় ন’জনকে।

 

এই দুই ঘটনার মধ্যে সংযোগ রয়েছে। তাই ঘটনার শিকড়ে পৌঁছতে হলে দুই ঘটনার তদন্তভারই নিতে হবে কেন্দ্রীয় গোয়েন্দাদের।” এই দাবী নিয়ে শুক্রবারও শুনানি হয় কলকাতা হাইকোর্টে বলে জানা গেছে।অব শেষে শনিবার সিবিআই-এর হাতেই ভাদু খুনের তদন্তভার তুলে দিল আদালত।

আরও পড়ুন – সঙ্গমের সময় মহিলাদের কোন দিকে খেয়াল রাখেন পুরুষরা?

এদিন আদালত জানিয়েছে, “বগটুইয়ের হত্যাকাণ্ড এবং ভাদু খুন—একত্রে দুই ঘটনার তদন্ত করবে সিবিআই। প্রকৃত অপরাধীদের খুঁজে বার করতে হবে তাদের। তাদের খুঁজে বার করে নিরপেক্ষতা এবং স্বচ্ছতার সঙ্গে গোটা ঘটনার তদন্ত সারতে হবে। শুরু থেকে মামলাকারীরা জানিয়ে আসছিলেন যে, দুই ঘটনার মধ্য যোগসূত্র ছিন্ন করতে তথ্য-প্রমাণ নষ্ট করা গতে পারে।” এছাড়াও বলা হয় যে এ ব্যাপারে রাজ্য পুলিশ পক্ষপাতিত্ব করতে পারে।এরসাথেই আগামী ২ মে-র মধ্যে বগটুই হত্যাকাণ্ড ও ভাদু শেখ খুনের তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট একইসঙ্গে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে সূত্রের খবরে জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top