নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১৯ নভেম্বর, মুর্শিদাবাদের ভাবতায় ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটর অ্যাসোসিয়েশনের ও নিউজ সারাদিন এবং আর্থিক লিপি যৌথভাবে উদ্যোগ বৃত্তিমূলক পরীক্ষার আয়োজন করল ভাবতা আল ইকরা মিশন! পরীক্ষা হলে উপস্থিত ছিলেন পরীক্ষক হিসেবে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার,জাতীয় সাংগঠনিক সম্পাদক সমীর দাস ও সভাপতি বাশিরুল হক মহাশয়! এছাড়াও উপস্থিতি ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক ও পরীক্ষায় পর্যবেক্ষক সবুর আলী!
শিক্ষা জাতির মেরুদন্ড, আর শিক্ষা সামনে রেখে ছাত্র ছাত্রীদের মেধাবী করার উদ্দেশ্যে আজ এই পরীক্ষা। পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তিমূলক পরীক্ষার মাধ্যমে তারা যতটা মেধাবী হতে পারে সেই উদ্দেশ্যে সারা ভারতবর্ষের ও রাজ্যে প্রথম এই ধরনের বৃত্তিমূলক পরীক্ষা স্কুলে গিয়ে শুরু করেছে অ্যাসোসিয়েশনের ও অনলাইন মিডিয়া নিউজ সারাদিন। অ্যাসোসিয়েশনের জাতীয় সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় সরদারের বলেন, স্কুলের ছাত্র ছাত্রীদের শিক্ষার প্রতি অনিহা দূর করতে ও পড়াশুনায় মন বসানোর জন্য এই রকম পরীক্ষার মাধ্যমে।তবে আজকের যুগে শিক্ষা কেন্দ্র করে অসাধু ব্যবসার আড়ালে চলে। আর সেই নোংরামোর হাত থেকে রেহাই পেতে আগামী দিনের নতুন প্রজন্মকে এখন থেকে সঠিক পথ দেখানো। এক কথায় শিশুরা আগামী দিনে দেশের ও দশের ভবিষ্যৎ।
স্কুল শিক্ষার সাথে সাথে সামাজিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষায় এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে এই কাজটি শুরু করল অ্যাসোসিয়েশন এবং নিউজ সারাদিন। এই শিক্ষার মূলে আছেন, ভাবতা আল ইকরে মিশনের জন্মদাতা! তাঁর হাত ধরেই ধরেই আজ এই পরীক্ষার সূচনা! তবে এবিষয়ে পরীক্ষক ও পর্যবেক্ষক সবুর আলী বলেন, আগামীদিনে এই ধরনের পরীক্ষার বিশেষ প্রয়োজন আছে। ছাত্র ছাত্রীদের অভিভাবকরা প্রতি বছরে এই ধরনে পরীক্ষা নেওয়ার অনুরোধ জানালেন।