ভারতকে উড়িয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা

ভারতকে উড়িয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভারতকে উড়িয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। নড়বড়ে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাকে বড় লক্ষ্য দিতে পারেনি ভারত। থমকে গেছে মাত্র ১৩৩ রানে। এই রান তাড়ায় শুরুতেই ধাক্কা খেলেও শেষ পর্যন্ত ডেবিড মিলারের ব্যাটে ফল নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতকে হারিয়ে গ্রুপ ‘বি’ এর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে টেম্বা বাভুমার দল। আজ রোববার দিনের তৃতীয় ম্যাচ ভারতকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

 

এই জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন প্রোটিয়ারা। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে ভারত। সমান ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে বাংলাদেশ। চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছিল ভারত। জয়ের ছন্দে উড়তে থাকা ভারতকে আজ মাটিতে নামাল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিদির বোলিং দাপটে বেশি দূর যেতে পারেনি ভারত।

 

যাদবের ব্যাটে চড়ে কোনো মতে প্রোটিয়াদের ১৩৪ রানের লক্ষ্য দেয় রোহিত শর্মার দল। যা তাড়া করতে নেমে শেষ ওভারে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন মিলার। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন মার্কক্রাম। এদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান করেছে ভারত। প্রোটিয়া তারকা লুঙ্গি একাই তুলে নেন ভারতের চার উইকেট। নিজের কোটার ৪ ওভার খরচা করে মাত্র ২৯ রান দেন তিনি। পার্থে এদিন টস জিতে ব্যাটিং নেন অধিনায়ক রোহিত।

আরও পড়ুন – উৎসবের মেজাজে ব্যারাকপুর শিল্পাঞ্চলে “ছট” বন্দনা

কিন্তু আগে ব্যাটিং নেওয়ার সুবিধা কাজে লাগাতে পারেননি ভারতের টপঅর্ডাররা। শুরুর পাঁচ ব্যাটসম্যানই ফেরেন ব্যর্থ হয়ে। যথারীতি ব্যর্থ ছিলেন লোকেশ রাহুল (৯)। ১৫ করে বিদায় নেন রোহিতও। আজ হাল ধরতে পারেননি বিরাট। ১২ রানে ভাঙে তাঁর প্রতিরোধ।

 

এরপর শূন্যতে বিদায় নেন দিপক হুদা। দিনেশ কার্তিকও নিজেকে মেলে ধরতে পারেননি। দ্রুত উইকেট হারানোর পর হাল ধরেন যাদব। উইকেটে থেকে লড়াই চালিয়ে যান তিনি। তাঁর ব্যাটে চড়েই কোনো মতে দক্ষিণ আফ্রিকাকে ১৩৪ রানের লক্ষ্য দেয় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রানে করেন যাদব। ৪০ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ৬ বাউন্ডারি আর ৩ ছক্কায়। বাকিরা কেউ ২০-এর ঘর পার করতে পারেননি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top