ভাইরাল- দেশের হয়ে নিয়ন্ত্রণরেখায় দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন ভারতীয় সেনারা। তাঁদের উপর ফুলবর্ষণ করে সম্মান জানালেন সাধারণ মানুষ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুর জেলার গড়মুক্তেশ্বরে। মন ভাল করা সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দেশের হয়ে দায়িত্ব পালনের জন্য যাওয়ার সময় গড়মুক্তেশ্বরের একটি ধাবায় দাঁড়িয়েছিলেন ভারতীয় সেনা জওয়ানরা। তাঁদের দেখে ধাবার বাইরে স্থানীয়দের ভিড় জমে যায়। এর পর সেনা জওয়ানরা যখন ধাবা থেকে বেরোচ্ছিলেন তখন তাঁদের উপর ফুল ছড়াতে শুরু করেন স্থানীয় মানুষ। ‘ভারতমাতা কী জয়’ স্লোগান ওঠে। অনেকে হাতজোড় করে দাঁড়ান। কেউ কেউ তাঁদের দিকে জলের বোতল নিয়ে এগিয়ে যান। স্থানীয়ের উপচে পড়া ভালবাসা দেখে আপ্লুত হয়ে যান সেনা জওয়ানেরা। হাসিমুখে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে। শনিবার পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে ভাল ভাল মন্তব্য করছেন নেটারিকেদের একাংশ। ভারতীয় সেনার জয়গান করতেও দেখা গিয়েছে নেটাগরিকদের।
