ভারতীয় জল সীমান্তে ঢুকে পড়া ৩,টি টলারসহ ৮৮ জন মৎস্যজীবীকে ফিরিয়ে দিল বাংলাদেশে।। *বঙ্গোপসাগরে টি জংশনে বিএসএফ বিজিবি ফ্ল্যাট মিটিং পর দেশে ফিরে যাচ্ছে মৎস্যজীবীরা** দুই ২৪ পরগনার বিভিন্ন সময় উত্তর ২৪ পরগনা হিমনগর কোস্টাল থানার বঙ্গোপসাগর আবার কখনো নামখানার বঙ্গোপসাগর বাংলাদেশ জল সীমান্ত পার হয়ে ভারতীয় সীমান্তে ঢুকে পরা।
গত তিন মাসে প্রায় ৮৮ জন মৎস্যজীবী তিনটি টলার সহ বিএসএফের হাতে আটক হয়। তিন মাস তারা আলিপুর বন্দী ছিল। এই নিয়ে দুই দেশের বিদেশ মন্ত্রক তাদের দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছিল। আজ বিকেলবেলা বঙ্গোপসাগরে জিরো পয়েন্টে উত্তর ২৪ পরগনার হেমনগর কোস্টাল থানার আধিকারিক মৃণাল রায় উদ্যোগে দুই দশের সীমান্ত রক্ষী বাহিনী তথা বিজিবি ও বিএসএফের মধ্য ফ্লাগ মিটিং হয়। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাদেরকে দেশে ফিরত পাঠানো হবে। সব রকম ব্যবস্থা করা হয়েছে।
পাশাপাশি তাদের যে তিনটি মাছ ধরার ট্রলার ৮৮ জন মৎস্যজীবীকে বাংলাদেশের বর্ডার গার্ডের হাতে তুলে দেওয়া হল প্রত্যেকের বাড়ি বাংলাদেশের। সাতক্ষীরা, খুলনা, বগুড়া জেলার বিভিন্ন জায়গায় আজ তারা বাড়ি, ফিরে যেতে পারে আবেগাপ্লুত হয়ে পড়ে মৎস্যজীবীরা। ভুল করে জলো সীমান্তে ঢুকে পড়েছিলাম। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ সামনে পড়তে হয় ভুলবশত ঢুকে যেতে হয়।, আবার বাড়িতে ফিরতে পেরে আমরা রীতিমতো খুশি।
আরও পড়ুন – এসএসসি কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষার চাকরিপ্রার্থীদের বিক্ষোভ সল্টলেক আচার্য সদনের সামনে
উল্লেখ্য, ভারতীয় জল সীমান্তে ঢুকে পড়া ৩,টি টলারসহ ৮৮ জন মৎস্যজীবীকে ফিরিয়ে দিল বাংলাদেশে।। *বঙ্গোপসাগরে টি জংশনে বিএসএফ বিজিবি ফ্ল্যাট মিটিং পর দেশে ফিরে যাচ্ছে মৎস্যজীবীরা** দুই ২৪ পরগনার বিভিন্ন সময় উত্তর ২৪ পরগনা হিমনগর কোস্টাল থানার বঙ্গোপসাগর আবার কখনো নামখানার বঙ্গোপসাগর বাংলাদেশ জল সীমান্ত পার হয়ে ভারতীয় সীমান্তে ঢুকে পরা। গত তিন মাসে প্রায় ৮৮ জন মৎস্যজীবী তিনটি টলার সহ বিএসএফের হাতে আটক হয়।
তিন মাস তারা আলিপুর বন্দী ছিল। এই নিয়ে দুই দেশের বিদেশ মন্ত্রক তাদের দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছিল। আজ বিকেলবেলা বঙ্গোপসাগরে জিরো পয়েন্টে উত্তর ২৪ পরগনার হেমনগর কোস্টাল থানার আধিকারিক মৃণাল রায় উদ্যোগে দুই দশের সীমান্ত রক্ষী বাহিনী তথা বিজিবি ও বিএসএফের মধ্য ফ্লাগ মিটিং হয়। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাদেরকে দেশে ফিরত পাঠানো হবে। সব রকম ব্যবস্থা করা হয়েছে।