উত্তর ২৪পরগণা:- ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে পেট্রোল ডিজেল এবং গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচি গ্রহণ করেছে তার অঙ্গ হিসেবে আজ ভারতীয় জাতীয় কংগ্রেস পশ্চিম পানিহাটি পক্ষ থেকে পেট্রোল ডিজেল এবং গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিটি রোড সোদপুর ট্রাফিক মোড়ে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে ।

মানুষের কাছ থেকে গণ সই সংগ্রহ করে এই গন সই সংগ্রহ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রাষ্টপতির কাছে ডেপুটেশন আকারে পৌছিয়ে দেবে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিজিৎ রায় চৌধুরী জাতীয় কংগ্রেস উত্তর 24 পরগনা জেলা সম্পাদক গৌতম চ্যাটার্জি পশ্চিম পানিহাটি জাতীয় কংগ্রেসের সভাপতি এবং উত্তর ২৪ পরগনা জেলা যুব কংগ্রেসের সম্পাদক প্রদীপ কর্মকার সহ জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে পেট্রোল ভরতে আসা মানুষ সহ পথচলতি সাধারণ মানুষ এই গণস্বাক্ষর সংগ্রহ তাদের দাবি সমর্থন করে স্বাক্ষর করেন সাধারণ মানুষ



















