বিদেশ – আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে যে, ভারতের নিচে অবস্থিত টেকটোনিক প্লেটটি দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এর একটি অংশ ধীরে ধীরে পৃথিবীর অভ্যন্তরের দিকে চলে যাচ্ছে।
বিশ্বের মোট সাতটি প্রধান টেকটোনিক প্লেটের মধ্যে ভারতীয় প্লেট একটি। এই প্লেট দীর্ঘ ৬০ মিলিয়ন বছর ধরে ইউরেশিয়ান প্লেটের সঙ্গে সংঘর্ষে লিপ্ত। এই সংঘর্ষের ফলে প্লেটের মধ্যে ‘ডিলামিনেশন’ (Delamination) নামক একটি ভৌগোলিক প্রক্রিয়া শুরু হয়েছে, যার ফলে বেশি ঘনত্বের প্লেট অংশ নিচের দিকে নেমে যাচ্ছে।
গবেষণায় বলা হয়েছে, প্লেট বিভাজনের ফলে স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে এবং হিমালয় অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের জিওফিজিসিস্ট সাইমন ক্লেম্পেরার জানিয়েছেন, হিমালয় বরাবর টেকটোনিক চাপের কারণে এই অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে।
যদিও এই পরিবর্তন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, বিজ্ঞানীরা বলছেন, বিষয়টি নিয়ে গভীরতর গবেষণা প্রয়োজন।
