রাজ্য – সাংসদ ও অভিনেতা দেবের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও এক ঐতিহাসিক পালক। ভারতীয় ডাকবিভাগের প্রকাশিত বিশেষ ডাকটিকিটে স্থান পেল ঘাটালের সাংসদ তথা জনপ্রিয় অভিনেতা দেবের নাম ও ছবি। এই স্বীকৃতি ঘিরে উচ্ছ্বাসে ভাসছেন তাঁর অনুরাগীরা, পাশাপাশি গর্বের মুহূর্ত হিসেবে দেখছে বাংলা চলচ্চিত্র জগতও।
নিজেই সমাজমাধ্যমে এই সুখবর ভাগ করে নেন দেব। নিজের নামে প্রকাশিত ডাকটিকিটের ছবি শেয়ার করে আবেগঘন পোস্টে তিনি লেখেন, তিনি সম্মানিত ও অভিভূত। ইন্ডিয়া পোস্টকে ধন্যবাদ জানিয়ে দেব লেখেন, এই ধরনের সম্মানের যোগ্য হিসেবে বিবেচিত হওয়া তাঁর কল্পনারও অতীত ছিল। মানুষের ভালবাসা ও বিশ্বাসের পাশাপাশি একজন মানুষ হিসেবে দীর্ঘ পথচলার স্বীকৃতি হিসেবেই তিনি এই সম্মানকে দেখছেন বলেও উল্লেখ করেন সাংসদ-অভিনেতা।
সূত্রের খবর, নিজের সংসদীয় এলাকা ঘাটালে একটি মেলার উদ্বোধন উপলক্ষেই এই বিশেষ ডাকটিকিটের আনুষ্ঠানিক প্রকাশ করেন দেব। অনুষ্ঠানের মাধ্যমে সেই ডাকটিকিট জনসমক্ষে আসে এবং মুহূর্তেই তা বিশেষ তাৎপর্য পায়।
দেবের এই পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজ্যজুড়ে তাঁর অনুরাগীদের মধ্যে খুশির জোয়ার বয়ে যায়। বহু মানুষ একে বাংলা সংস্কৃতি ও বিনোদন জগতের জন্য গর্বের মুহূর্ত বলেই উল্লেখ করছেন।




















