ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করল আমেরিকা, রফতানিতে ধাক্কার আশঙ্কা

ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করল আমেরিকা, রফতানিতে ধাক্কার আশঙ্কা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিদেশ – ভারত-আমেরিকা বাণিজ্যে নেমে এল নতুন সঙ্কট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর আমদানি শুল্ক দ্বিগুণ করার হঠাৎ সিদ্ধান্তে চাপে দেশের বহু রফতানিকারক সংস্থা। ৭ অগস্ট থেকে প্রাথমিকভাবে ২৫ শতাংশ এবং ২৭ অগস্ট থেকে তা বেড়ে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে বলে ঘোষণা করা হয়েছে। এই নতুন শুল্ক কাঠামো কার্যকর হলে আমেরিকায় ভারতীয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে, ফলে রফতানিতে বড় ধাক্কার আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার পর থেকেই ভারতের “উচ্চ শুল্কনীতি” নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এবার তাঁর কৌশল আরও কঠোর। শুল্ক দ্বিগুণ করার ফলে যেমন মার্কিন জনগণ দেশীয় পণ্য কিনতে উৎসাহিত হবেন, তেমনই ভারতকেও বাধ্য করা যাবে শুল্ক কমাতে — এমনটাই মনে করছেন মার্কিন প্রশাসনের নীতিনির্ধারকরা।

সবচেয়ে বেশি প্রভাব পড়বে চামড়া, জুতো, জামাকাপড়, জুয়েলারি, চিংড়ি মাছ, এবং গ্রহরত্নজাত পণ্যে। মার্কিন বাজারে ভারতীয় চামড়া, পোশাক এবং গহনার বিশাল চাহিদা থাকলেও অতিরিক্ত শুল্কে চাহিদা হ্রাস পাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এই খাতে রফতানি ৪০–৫০ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়বে ভারতীয় রফতানিকারক ও নির্মাতা সংস্থাগুলির উপর।

এছাড়াও, বিভিন্ন পণ্যে বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে — যেমন অর্গানিক কেমিক্যালে ৫৪ শতাংশ, উলের পোশাকে ৬৩.৯ শতাংশ, বোনা পোশাকে ৬০.৩ শতাংশ, হিরে-সোনার গহনায় ৫২.১ শতাংশ, মেশিন ও ফার্নিচারে ৫১ থেকে ৫২ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হয়েছে। এই শুল্ক শুধুমাত্র আমেরিকার সাধারণ শুল্কের উপরেই আরোপ হবে, যা কার্যত ভারতীয় পণ্যের প্রতিযোগিতা শক্তিকে ভেঙে দেবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top