কলকাতা – কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বিদেশে পাড়ি দিতে গিয়ে ধরা পড়লেন একজন বাংলাদেশি নাগরিক। তিনি ভারতীয় পরিচয়পত্রের মাধ্যমে জার্মানিতে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু অভিবাসন দপ্তরের তৎপরতায় তার সত্যিকার পরিচয় ফাঁস হয়।
ইমিগ্রেশন চেকিংয়ের সময় পুলিশ জানতে পারে, ওই ব্যক্তির ভারতীয় পাসপোর্ট থাকা সত্ত্বেও তার সঙ্গে একটি বাংলাদেশি পাসপোর্টও রয়েছে। দু’টি পাসপোর্টে তিনি ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করছিলেন—ভারতীয় পাসপোর্টে নাম ছিল বিভাষ রায়, আর বাংলাদেশি পাসপোর্টে সৌমিক বড়ুয়া। এই অসঙ্গতি দেখে সন্দেহ হওয়ায় তাকে অবিলম্বে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় সন্দেহজনক আচরণ এবং সন্তোষজনক উত্তর না দিতে পারায় অভিবাসন দপ্তর তাকে আটক করে এবং পরে তাকে এনএসসিবিআই থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়। ধৃত ব্যক্তিকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় পাসপোর্টের নাম বিভাষ রায় ব্যবহার করে তিনি জার্মানিতে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তাঁর আসল পরিচয় বাংলাদেশি সৌমিক বড়ুয়া হওয়ায় অবৈধ ভ্রমণের চেষ্টা চিহ্নিত হয়।
