ভারতীয় পেস আক্রমণে চোটের ধাক্কা, ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হতে চলেছে অংশুল কম্বোজের

ভারতীয় পেস আক্রমণে চোটের ধাক্কা, ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হতে চলেছে অংশুল কম্বোজের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে বড় ধাক্কা খেল ভারতীয় দল। পেসার অর্শদীপ সিং চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেছেন, আর নীতীশ কুমার রেড্ডি চোটের কারণে পুরো সিরিজেই খেলতে পারবেন না। আকাশ দীপও চোট সমস্যায় ভুগছেন, ফলে ভারতীয় পেস আক্রমণে তৈরি হয়েছে সংকট। এই পরিস্থিতিতে সুযোগ পাচ্ছেন ২৪ বছর বয়সি প্রতিভাবান পেসার অংশুল কম্বোজ।

রনজি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছেন অংশুল। বিশেষ করে কেরলের বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট নেওয়া তাঁর কেরিয়ারের উল্লেখযোগ্য মাইলস্টোন। ভারত ‘এ’ দলের হয়েও সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স দিয়েছেন — ব্যাট হাতে হাফ সেঞ্চুরি এবং বল হাতে ৫ উইকেট তুলে নিয়েছেন।

ভারত সিরিজে পিছিয়ে থাকায় এবং বোলিং বিভাগে একাধিক চোটের সমস্যা মাথাচাড়া দেওয়ায়, ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের সঙ্গে অংশুল কম্বোজকে নিয়ে শক্তিশালী পেস আক্রমণে নামতে পারে টিম ইন্ডিয়া। তাঁর অভিষেক ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস ও কৌতূহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top