উত্তর ২৪ পরগনা- উত্তর ২৪ পরগনার হাসনাবাদ মহকুমার কাটাখাল সীমান্ত এলাকায় দেখা গেল বাংলাদেশি ড্রোন! ঘটনায় চাঞ্চল্য ছড়াল স্থানীয়দের মধ্যে।স্থানীয় বাসিন্দাদের দাবি, শনিবার রাতে কাটাখাল সেতুর উপরে কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন। ঠিক সেই সময় বাংলাদেশের দিক থেকে একটি ড্রোন উড়ে এসে ভারতীয় সীমান্ত অতিক্রম করে কাটাখাল এলাকায় প্রবেশ করে। উপস্থিত যুবকরা মোবাইল ক্যামেরায় সেই দৃশ্য রেকর্ডও করেন।ঘটনাটি এখানেই থামে না। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরপর আরও দুটি ড্রোন বাংলাদেশ সীমান্ত থেকে উড়ে এসে ভারতের আকাশে চক্কর কাটে এবং ফের ফিরে যায়। এতে সীমান্ত এলাকায় ছড়ায় উদ্বেগ ও আতঙ্ক।
খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি, তৎপর হয় স্থানীয় বিএসএফ ক্যাম্পের জওয়ানরাও। এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গেছে, পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। সীমান্তবর্তী এলাকায় কেন এমন ড্রোন গতিবিধি দেখা গেল, তা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রশাসন আশ্বাস দিয়েছে, এই ঘটনায় কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে।
