বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২২ঃ ভারতের পদকজয়ী খেলোয়াড়রা

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২২ঃ ভারতের পদকজয়ী খেলোয়াড়রা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২২ঃ ভারতের পদকজয়ী খেলোয়াড়রা

প্রথম পদক পাড়ুকোনেরঃ বিশ্ব ব্যাডমিন্টন থেকে ভারতকে সর্বপ্রথম পদকটি এনে দিয়েছিলেন প্রকাশ পাড়ুকোন। ১৯৮৩ সালে তিনি সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছিলেন। এরপর ২৮ বছর আর কেউ বিশ্ব ব্যাডমিন্টন থেকে দেশকে পদক এনে দিতে পারেননি। সেমিফাইনাল অবধি মাত্র ২৭ পয়েন্ট খুইয়েছিলেন প্রকাশ। ইন্দোনেশিয়ার ইচুক সুগিয়ার্তোর বিরুদ্ধে সেমিফাইনালে প্রথম গেম জেতার পরও শেষ অবধি হেরে যান। ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। সুগিয়ার্তো সেবার সোনা জিতেছিলেন।

 

প্রণীথের ব্রোঞ্জঃ প্রকাশ পাড়ুকোনের পর দ্বিতীয় ভারতীয় পুরুষ শাটলার হিসেবে ২০১৯ সালের বিশ্ব ব্যাডমিন্টন থেকে পদক জেতেন বি সাই প্রণীথ। সেমিফাইনালে সেবার তাঁর স্বপ্নের দৌড় থামান শীর্ষবাছাই তথা সেবারের সোনাজয়ী কেন্তো মোমোতা। সেমিফাইনাল অবধি জায়ান্ট কিলার প্রণীথকে শেষ অবধি ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়।

 

সাইনার জোড়া পদকঃ সাইনা নেহওয়ালের দিকে এবারের বিশ্ব ব্যাডমিন্টনে নজর থাকবে। সাইনা বিশ্ব ব্যাডমিন্টনে দুটি পদক জিতেছেন। ২০১৫ সালে সাইনা প্রথমবার বিশ্ব ব্যাডমিন্টনে পদক জেতেন, সে বছরই তিনি সিঙ্গলসে বিশ্বের ১ নম্বর শাটলার হয়েছিলেন। সাইনা দারুণ ছন্দে থেকে ২০১৫-র বিশ্ব ব্যাডমিন্টনে ফাইনালে পৌঁছেছিলেন। কিন্তু ফাইনালে ক্যারোলিনা মারিনের কাছে পরাস্ত হয়ে রুপো জেতেন। ২০১৭ সালে প্রথমবার বিশ্ব ব্যাডমিন্টনে ভারতের দুই মহিলা শাটলার পদক জেতেন। সিন্ধু জেতেন রুপো। সাইনা ওকুহারার কাছে সেমিফাইনালে হেরে গিয়েছিলেন। সেই ব্রোঞ্জ জেতার পর থেকে আর সাইনা বিশ্ব ব্যাডমিন্টনে পদক জিততে পারেননি। সেই খরা এবার মিটবে কিনা সেটাই দেখার।

 

 সিন্ধুঃ পিভি সিন্ধু বিশ্ব ব্যাডমিন্টনের ইতিহাসে ভারতের সফলতম শাটলার। কমনওয়েলথ গেমসে গোড়ালির চোট পাওয়ার জেরে সিন্ধু এবারের বিশ্ব ব্য়াডমিন্টন চ্যাম্পিয়নশিপে নামতে পারছেন না। তিনি ২০১৯ সালে চ্যাম্পিয়ন হয়ে সোনা জিতেছিলেন। সিন্ধুর ঝুলিতে রয়েছে বিশ্ব ব্যাডমিন্টনের পাঁচটি পদক। যে নজির দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন চিনের নিং ঝাং ছাড়া আর কারও নেই। ২০১৩ সালে প্রথমবার বিশ্ব ব্য়াডমিন্টন চ্যাম্পিয়নশিপে নেমেই অষ্টাদশী সিন্ধু ব্রোঞ্জ জিতেছিলেন। অলিম্পিক পদকজয়ী তথা বিশ্বের প্রাক্তন ১ নম্বর চিনের ওয়াং শিজিয়ানকে হারিয়ে। সেমিফাইনালে সিন্ধুকে হারিয়েছিলেন সেবারের সোনাজয়ী রাচানক ইন্তানন। ২০১৪ সালেও সিন্ধু ব্রোঞ্জ জেতেন। প্রথমবার ফাইনালে উঠেছিলেন ২০১৭ সালে। জাপানের নোজোমি ওকুহারার কাছে পরাস্ত হয়ে রুপো জিতে সন্তুষ্ট থাকতে হয় সিন্ধুকে। ২০১৮ সালে ফাইনালে হেরে ফের রুপো জেতেন, এবার তাঁকে হারিয়েছিলেন ক্যারোলিনা মারিন। ২০১৯ সালে ওকুহারাকে ৩৮ মিনিটের মধ্যে উড়িয়ে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হন সিন্ধু।

আরও পড়ুন – তুরস্কে পৃথক পথ দুর্ঘটনায় মৃত ৩২

শ্রীকান্তের রুপোঃ বিশ্বের প্রাক্তন ১ নম্বর কিদাম্বি শ্রীকান্তও বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে পদক জিতেছেন। লক্ষ্য সেনের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে তিনি ফাইনালে উঠেছিলেন গতবারের বিশ্ব ব্য়াডমিন্টন চ্যাম্পিয়নশিপে। প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে তিনি বিশ্ব ব্যাডমিন্টন সিঙ্গলসের ফাইনালে ওঠেন। যদিও সিঙ্গাপুরের লোহ কিয়ান ইউয়ের কাছে হেরে যাওয়ায় রুপো জেতেন শ্রীকান্ত।

প্রণীথের ব্রোঞ্জঃ প্রকাশ পাড়ুকোনের পর দ্বিতীয় ভারতীয় পুরুষ শাটলার হিসেবে ২০১৯ সালের বিশ্ব ব্যাডমিন্টন থেকে পদক জেতেন বি সাই প্রণীথ। সেমিফাইনালে সেবার তাঁর স্বপ্নের দৌড় থামান শীর্ষবাছাই তথা সেবারের সোনাজয়ী কেন্তো মোমোতা। সেমিফাইনাল অবধি জায়ান্ট কিলার প্রণীথকে শেষ অবধি ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top