উত্তর ২৪পরগণা:- বনগাঁ পেট্রাপোল সীমান্ত দিয়ে রবিবার দুপুরে দুই দেশের কর্তাদের উপস্থিতিতে ভারতের উদ্দেশ্যে ২৬০ কার্টুন হাড়িভাঙ্গা আম ভারতের হাতে তুলে দেয় বাংলাদেশের আধিকারিকরা ।

দুই দেশের আধিকারিকদের মত ভারত বাংলাদেশের মধ্যে সু সম্পর্ক স্থাপনের জন্য এই আম পাঠিয়েছে বাংলাদেশের তরফ থেকে । আগামীতে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরো দৃঢ় হবে ।