খেলা – ভারতের প্রাক্তন হকি অলিম্পিয়ান ও টেনিস তারকা লিয়েন্ডার পেজের বাবা ভেস পেজ প্রয়াত হয়েছেন। বুধবার রাতে ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুর সময় লিয়েন্ডার পেজ তার পাশে ছিলেন।
ভেস পেজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্রীড়া জগতে শোকের ছায়া নেমে আসে। ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে ভারতীয় হকি দলের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। ক্রীড়াজগতে তার অবদান ছিল অনস্বীকার্য। এছাড়াও, তিনি নিজের ছেলে লিয়েন্ডারকে একজন সফল টেনিস তারকা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ভেস পেজের স্ত্রী জেনিফার পেজও একজন প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় ছিলেন। ক্রীড়া পরিবারের এই কিংবদন্তি সদস্যের প্রয়াণে অসংখ্য ভক্ত, ক্রীড়াবিদ এবং সংশ্লিষ্ট মহল গভীর শোক প্রকাশ করেছেন।
