ভারতের ২৭ জন ক্যারাটে খেলোয়াড় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল

ভারতের ২৭ জন ক্যারাটে খেলোয়াড় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভারতের ২৭ জন ক্যারাটে খেলোয়াড় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল। এবারের আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার আসর বসছে বাংলাদেশের ঢাকা শহরে। মঙ্গলবার, বুধ ও বৃহস্পতিবার এই তিনদিন ধরে ওখানেই চলবে এই প্রতিযোগিতা। সোমবার নৈহাটির রাজেন্দ্রপুর থেকে বাসে চেপে ঢাকার উদ্দেশ্যে পাড়ি দিল ২৭ জনের ভারতীয় ক্যারাটে দল। তার মধ্যে ১৭ জনই নৈহাটির।

 

খেলোয়াড়দের মুল লক্ষ্য, সোনার পদক জিতেই দেশে ফেরা। প্রশিক্ষকদের দাবি, অন্যান্য খেলাধুলার মতোই ক্যারাটে খেলায় সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিক। এপ্রসঙ্গে দলের প্রশিক্ষক দিলীপ জানা যাত্রা শুরুর আগে জানালেন, ভারতবর্ষ থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে ক্যারাটে দল বাংলাদেশ যাচ্ছে, এটা খুবই গর্বের বিষয়। আমার পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় দেখেছি, দেশের মধ্যে ভারতীয় ক্যারাটে দল বহু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

 

কিন্তু আর্থিক অপ্রতুলতার কারণে বিদেশে খেলার সুযোগ পেয়েও আমাদের ছেলে-মেয়েরা এতদিন যেতে পারেনি। এবার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগীতা আসর বসছে। সেখানে যাতায়াতের খরচা একটু কম। কিছু ছোটখাটো স্পন্সর পাওয়া গেছে। তাছাড়া অংশগ্রহণকারী ছেলে-মেয়েরা এবং তাদের অভিভাবকরাও কিছু অর্থ জোগাড় করেছেন। সেই অর্থ দিয়েই ২৭ জন প্রতিযোগী, কর্মকর্তা ও অভিভাবক সহ ৬৭ জন বাংলাদেশের উদ্যেশ্যে রওনা দিচ্ছি।

আরও পড়ুন – “বাংলা ভারতকে পথ দেখাবে”- রাজ্যপাল সিভি আনন্দ বোস 

প্রশিক্ষকের দাবি, মেডেল জেতার আশা নিয়েই তারা ওপার বাংলায় পাড়ি দিচ্ছেন। তবে এদিন তিনি কিছুটা আক্ষেপের সুরে বলেন, ভারতবর্ষে সমস্ত খেলাধুলার পেছনে সরকারি সাহায্য পাওয়া গেলেও, এখনও পর্যন্ত ক্যারাটের ক্ষেত্রে কোনরকম সরাকারি সাহায্য মেলেনি। আমারা আশা করব আগামীতে সরকার এই খেলার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেবেন। এদিন এক প্রতিযোগী কৌস্তুভ চক্রবর্তী বলেন, আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারব জেনে খুব ভালো লাগছে। ভারতবর্ষের হয়ে খেলা একটা বিরাট সন্মানের ব্যাপার। দেশের জন্য ২০০ শতাংশ উজাড় করে দেব। যাতে সোনার পদক নিয়ে আসতে পারি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top