ভারতে ১.৫ লক্ষ কোটি টাকার এআই বিনিয়োগ ঘোষণা মাইক্রোসফটের

ভারতে ১.৫ লক্ষ কোটি টাকার এআই বিনিয়োগ ঘোষণা মাইক্রোসফটের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে নজিরবিহীন বিনিয়োগ করতে চলেছে মাইক্রোসফট। বিশ্বের শীর্ষ টেক সংস্থাগুলির অন্যতম এই সংস্থা ঘোষণা করেছে, আগামী ৪ বছরে তারা ভারতে বিনিয়োগ করবে ১৭.৫ বিলিয়ন ডলার—ভারতীয় মুদ্রায় যা প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবারই এই ঘোষণা করেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা।

এক্স হ্যান্ডেলে নাদেলা লেখেন, এশিয়ার বাজারে এবার প্রথমবার সবচেয়ে বড় বিনিয়োগ করতে চলেছে মাইক্রোসফট। ভারতের ‘এআই-ফার্স্ট’ ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো, দক্ষতা ও সামগ্রিক উন্নয়ন গড়তেই এই উদ্যোগ। চলতি বছরের শুরুর দিকে ঘোষিত ৩ বিলিয়ন ডলারের পরিকল্পনার ওপর ভিত্তি করেই নতুন মেগা বিনিয়োগ। ২০২৬ সালের শেষ দিকে প্রকল্পের কাজ শুরু হবে পূর্ণ উদ্যমে।

সত্য নাদেলা ও প্রধানমন্ত্রীর বৈঠকের পরই পরিষ্কার হয়, ভারতের এআই-যুগে প্রবেশকে কেন্দ্র করে বড়সড় পরিকল্পনা করছে কেন্দ্র ও মাইক্রোসফট। নাদেলার ঘোষণার পর প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডেলে জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গে গোটা বিশ্ব আজ ভারতকে শ্রদ্ধার চোখে দেখে। এশিয়ার সবচেয়ে বড় বিনিয়োগ ভারতে হবে—এতে দেশের তরুণদের জন্য বিপুল সুযোগ তৈরি হবে, আর উদ্ভাবনের মাধ্যমে বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এআই।

মাইক্রোসফট ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট পুনীত চান্দোকও বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে ভারতের প্রযুক্তি যাত্রার অংশ মাইক্রোসফট। আজ ভারত আত্মবিশ্বাসের সঙ্গে এআই-কে হাতিয়ার করে ভবিষ্যতের দিকে এগোচ্ছে—এসময় তাদের বিশ্বস্ত অংশীদার হতে পেরে সংস্থাটি গর্বিত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top