ভারত অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ কোহলি সবথেকে দামী প্লেয়ার

ভারত অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ কোহলি সবথেকে দামী প্লেয়ার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভারত অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ কোহলি সবথেকে দামী প্লেয়ার। ভারত অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি তিন ম‍্যাচের সিরিজে ২-১ জিতল ভারত। বিরাট কোহলি ‘সবচেয়ে মূল‍্যবান’ ‘প্লেয়ার অফ দ‍্য সিরিজ’ খেতাব জিতে নেন। রবিবার আবার অক্সর প‍্যাটেল আর সূর্যকুমার যাদব মাতিয়ে দিলেন। ম‍্যান অফ দ‍্য সিরিজ হলেন অক্সর প‍্যাটেল। অন‍্যজন ম‍্যান অফ দ‍্য ম‍্যাচ হলেন এদিনের ম‍্যাচে। একজন বলে অন‍্যজন ব‍্যাটে ম‍্যাজিক দেখিয়ে অস্ট্রেলিয়াকে সাত উইকেটের বড় ব‍্যবধানে হারিয়ে দিলেন এই শেষ ম‍্যাচে।

 

বিরাট দারুণ খেলে দায়িত্ব নিয়ে জিতিয়ে দিলেন ভারতকে। বিরাট কোহলি নিজে ১৩২ স্ট্রাইক রেটে ৬৩ রান করেন। অনেকটা সময় ক্রিজে ছিলেন। যেভাবে নেতৃত্ব দিয়ে গাইড করে সূর্যকুমারকে দিয়ে ৬৯  রান করিয়েছেন সেটাও প্রশংসার বিষয়। তার আরও কৃতিত্ত্ব যে সহ ব‍্যাটারদের উৎসাহ দিয়েছেন ভালো খেলার জন‍্য। ক‍্যাপ্টেন না হয়েও এই যে দলের জন‍্য প্রাণপন করার চেষ্টা, এ জন‍্যই বিরাট কোহলি জনপ্রিয়। এই জন‍্য সহখেলোয়াড়রা জানেন বিরাটের বিরাট হৃদয়।

আরও পড়ুন – মহালয়ায় তর্পণে ভিড় ফরাক্কার গান্ধি ঘাটে

উল্লেখ্য, ভারত অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি তিন ম‍্যাচের সিরিজে ২-১ জিতল ভারত। বিরাট কোহলি ‘সবচেয়ে মূল‍্যবান’ ‘প্লেয়ার অফ দ‍্য সিরিজ’ খেতাব জিতে নেন। রবিবার আবার অক্সর প‍্যাটেল আর সূর্যকুমার যাদব মাতিয়ে দিলেন। ম‍্যান অফ দ‍্য সিরিজ হলেন অক্সর প‍্যাটেল। অন‍্যজন ম‍্যান অফ দ‍্য ম‍্যাচ হলেন এদিনের ম‍্যাচে। একজন বলে অন‍্যজন ব‍্যাটে ম‍্যাজিক দেখিয়ে অস্ট্রেলিয়াকে সাত উইকেটের বড় ব‍্যবধানে হারিয়ে দিলেন এই শেষ ম‍্যাচে।

 

বিরাট দারুণ খেলে দায়িত্ব নিয়ে জিতিয়ে দিলেন ভারতকে। বিরাট কোহলি নিজে ১৩২ স্ট্রাইক রেটে ৬৩ রান করেন। অনেকটা সময় ক্রিজে ছিলেন। যেভাবে নেতৃত্ব দিয়ে গাইড করে সূর্যকুমারকে দিয়ে ৬৯  রান করিয়েছেন সেটাও প্রশংসার বিষয়। তার আরও কৃতিত্ত্ব যে সহ ব‍্যাটারদের উৎসাহ দিয়েছেন ভালো খেলার জন‍্য। ক‍্যাপ্টেন না হয়েও এই যে দলের জন‍্য প্রাণপন করার চেষ্টা, এ জন‍্যই বিরাট কোহলি জনপ্রিয়। এই জন‍্য সহখেলোয়াড়রা জানেন বিরাটের বিরাট হৃদয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top