ভারত একসঙ্গে অনেকগুলো টিম নামাতে পারে-কেশব মহারজ

ভারত একসঙ্গে অনেকগুলো টিম নামাতে পারে-কেশব মহারজ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভারত একসঙ্গে অনেকগুলো টিম নামাতে পারে-কেশব মহারজ। ক্রিকেট পাগল বাঙ্গালী আজ বিমর্ষ। কোজাগরী লক্ষ্মীর পুজো নিয়ে মাতবে না টি ভির সামনে সিরাজ বাভুমারব‍্যট বলের লড়াই দেখবে। আজ ভারত দক্ষিণ আফ্রিকা ম‍্যাচ চলছে। কে জিতবে এখনো পরিষ্কার নয়। তবে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার চলতি সিরিজের প্রথমার্ধ শেষ। তিন ম্যাচের টি-২০ সিরিজ প্রোটিয়া বাহিনী ২-১ হেরেছে।

 

এবার শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দিন দুয়েক আগে লখনউয়ের প্রথম ওয়ানডে ম্যাচে ভারতকে লড়াই করেও হারতে হয়েছে। টস খুইয়ে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৪০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছিল ২৪৯ রান। জবাবে ভারতের ইনিংস শেষ হয়ে গেল ২৪০ রানে। ৯ রানে টেম্বা বাভুমার দল শিখর ধাওয়ানদের হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে আছে। ওদিন বৃষ্টির জন্য় ৫০ ওভারের বদলে ৪০ ওভারের ম্যাচ হয় লখনউয়ে।

 

ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে আগামিকাল রাঁচিতে। তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ানডে হবে ১১ অক্টোবর, মঙ্গলবার নয়াদিল্লিতে। রাঁচিতে বাভুমারা জিততে পারলেই এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নেবেন। দক্ষিণ আফ্রিকা যেখানে পূর্ণশক্তির দল খেলাচ্ছে, সেখানে ভারতীয় দলে বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার বা মহম্মদ শামির মতো নাম নেই।

আরও পড়ুন – খেলার মাধ্যমে প্রয়াত খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি

বিরাট-রোহিতরা টি-২০ বিশ্বকাপ খেলার জন্য রয়েছেন অস্ট্রেলিয়ায়। এই ভারতীয় দলকে অনেকেই দ্বিতীয় সারির দল বলছেন, সেখানে দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ মনে করেন ভারতের রিজার্ভ বেঞ্চ এত শক্তিশালী যে ভারত একসঙ্গে কয়েকটি দল তৈরি করে মাঠে নামাতে পারে। তিনি যে অত‍্যুক্তি করেছেন তাও নয়। এত খেলোয়ার আইপিএল খেলে। তাদের মধ‍্যে মাত্র এগারজন দলে ঠাই পান। বাকিরা পাননা। অথচ ৩৭বছরের দীনেশ কার্তিক এখনো চুটিয়ে খেলছেন যা দেখে পাকিস্তানের এক ক্রিকেটার বলেছেন পাকিস্তানে হলে দীনেশ সুযোগ পেতেন না। বিচিত্র এই ভারত ও তার ক্রিকেট।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top