মালদহে শুরু হল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। সোমবার সকালে কালিয়াচক ৩ নম্বর ব্লকের বৈষ্ণবনগর বিধানসভার টাউনশিপ মোড়ে যাত্রার সূচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীররঞ্জন চৌধুরী। এদিনের কর্মসূচিতে কংগ্রেস কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। যাত্রা উপলক্ষে ৩৪ নম্বর জাতীয় সড়কের দুই ধারে কংগ্রেসের দলীয় পতাকা, ফেস্টুনের পাশাপাশি রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি সহ কংগ্রেসের শীর্ষ নেতাদের কাটআউট ঝোলানো হয়েছে।
ইতিমধ্যে মালদহে দু’দিনের ভারত জোড়ো যাত্রা কর্মসূচিকে সামনে রেখে কর্মী সহ সংগঠনকে চাঙ্গা করার পাশাপাশি এই কর্মসূচিকে সফল করতে কংগ্রেসের জেলা নেতৃত্ব ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। প্রসঙ্গত প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই ভারত জোড়ো যাত্রার নামকরণ করা হয়েছে সাগর থেকে পাহাড় পদযাত্রা।
জেলা কংগ্রেস সূত্রে জানা গিয়েছে মালদহের বৈষ্ণবনগর, সুজাপুর, ইংরেজবাজার, পুরাতন মালদহ প্রভৃতি একাধিক বিধানসভা এলাকার উপর দিয়ে যাবে এই পদযাত্রা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল ৯টা নাগাদ মালদহের বৈষ্ণবনগরের টাউনশিপ মোরে জমায়েতন হাজার হাজার কংগ্রেস কর্মী।
আরও পড়ুন – নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় কেউ জীবিত নেই
অধীর চৌধুরী পৌঁছাবার পরেই জাতীয় পতাকা ও কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করে এই কর্মসূচির সূচনা করেন। অধীর চৌধুরীর পাশাপাশি কংগ্রেসের জেলা নেতৃত্ব সহ সাধারণ কর্মীরাও এই পদযাত্রায় পা মেলান। স্লোগান ওঠে নাফরত ছোড়ো, ভারত জোড়ো’। দুপুর নাগাদ এই পদযাত্রা কালিয়াচকের বালিয়াডাঙা মোড়ে আসে। সেখানে দুপুরের বিশ্রামের পর বিকেলে ফের শুরু হয় যাত্রা। রাতে সুজাপুরে সেদিনের মতো পদযাত্রা শেষ হবে রাত্রিবাস করবেন যাত্রায় অংশ নেওয়া পদযাত্রীরা।
জেলা কংগ্রেসের ঘোষণা অনুযায়ী, আগামিকাল, মঙ্গলবার, ১৭ জানুয়ারি সকালে ফের সুজাপুর থেকে পদযাত্রা শুরু হবে। আশপাশের একাধিক বিধানসভা এলাকার কংগ্রেস কর্মীরা শামিল হবেন এই পদযাত্রায়। পদযাত্রা শেষ হবে বিকেলে পুরাতন মালদহের মঙ্গলবাড়ি এলাকায়।একসময়ের কংগ্রেসের দুর্গ গনি খানের মালদহে ২০২১ বিধানসভা নির্বাচনে কংগ্রেস ব্যাপকভাবে পর্যুদস্ত হয়। এই সাগর থেকে পাহাড় পদযাত্রার মধ্য দিয়ে জেলায় কংগ্রেস কতটা ঘুরে দাঁড়াতে পারবে তা আগামী পঞ্চায়েত নির্বাচনের ফলাফলেই বোঝা যাবে।