খেলা – ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস (WCL)-এর দ্বিতীয় মরসুমে ভারত ও পাকিস্তানের মধ্যে ২০ জুলাই অনুষ্ঠিতব্য হাই-ভোল্টেজ ম্যাচ ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে আপত্তি জানিয়ে ভারতের একাধিক প্রাক্তন ক্রিকেটার নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং এবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলবেন না। গত মরসুমে তিনি WCL-এ অংশ নিয়েছিলেন, তবে চলতি মরসুমে তিনি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন। শুধু হরভজনই নন, ইরফান পাঠান ও ইউসুফ পাঠানও একই সিদ্ধান্ত নিয়েছেন এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।
এই সিদ্ধান্তের মূল প্রেক্ষাপটে রয়েছে জম্মু-কাশ্মীরের পাহলগামে ২২ এপ্রিলের জঙ্গি হামলা, যেখানে ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়েছিল। এরপর ৭ মে ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করে, যার ফলে ৭ থেকে ১০ মে পর্যন্ত সীমান্তে সামরিক সংঘাতের পরিবেশ তৈরি হয়। এই ঘটনার মাত্র দুই মাস পর পাকিস্তানের বিপক্ষে প্রাক্তন ভারতীয় খেলোয়াড়দের মাঠে নামা নিয়ে দেশজুড়ে ক্ষোভ প্রকাশ পাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় বহু ভক্ত ভারতের অংশগ্রহণের বিরোধিতা করছেন। সমালোচনার তীব্রতা বেড়েছে আরও, কারণ পাকিস্তান দলের সদস্য শহীদ আফ্রিদি পাহলগাম হামলার পর ভারতের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন। অনেকেই মনে করছেন, এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলা জাতীয় আবেগের পরিপন্থী।
এদিকে, WCL 2025-এর জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াডে রয়েছেন যুবরাজ সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, রবিন উথাপ্পা, আম্বাতি রায়ডু, পীযূষ চাওলা, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, অভিমন্যু মিঠুন, বিনয় কুমার, সিদ্ধার্থ কৌল ও গুরুকীরত মান। যদিও হরভজন, ইরফান ও ইউসুফ স্কোয়াডে থাকলেও তারা ম্যাচে অংশ নিচ্ছেন না বলে জানা গেছে।
পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলের সদস্যদের মধ্যে রয়েছেন মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, শারজিল খান, আসিফ আলী, কামরান আকমল, আমের ইয়ামিন, সোহেল খান ও সোহেল তানভীর।
এই অবস্থায় ম্যাচটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, কিংবা ভারতীয় দলে পরিবর্তন আসবে কি না—তা নিয়ে জল্পনা চলছেই। পরিস্থিতির দিকে তাকিয়ে রয়েছে গোটা ক্রীড়া বিশ্ব।
