ভারত-পাক যুদ্ধের আবহে বড় সিদ্ধান্ত নিলেন অরিজিৎ

ভারত-পাক যুদ্ধের আবহে বড় সিদ্ধান্ত নিলেন অরিজিৎ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বর্তমানে আরব সাগরের বুকে দাপিয়ে বেড়াচ্ছেন বাংলার ছেলে অরিজিৎ সিং । শিরোনামে থাকেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী। শুধু দেশ নয়, দেশের বাইরেও আয়োজন হয় অরিজিতের নানা কনসার্ট। ফ্যানেদের মধ্যেও চরম উত্তেজনা দেখা যায়। বিদেশী শিল্পীদের সঙ্গে বাড়িতে বসেই জ্যামিং করেন। কখনও ঘুরে বেড়ান জিয়াগঞ্জের অলিতেগলিতে। সামাজিক হোক কিংবা রাজনৈতিক ইস্যু, সোশ্যাল মিডিয়ায় নয়, বরং ভিন্নভাবে তাঁর প্রতিবাদ করেন শিল্পী।গত বছর আরজি কর-কাণ্ডের সময়ে ‘আর কবে’ শীর্ষক গান বেঁধেছিলেন অরিজিৎ সিং। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-র বৈসরণ উপত্যকায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ২৬ জন পর্যটকের। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে কোনও মন্তব্য করেননি অরিজিৎ। তবে যথারীতি প্রতিবাদ জানান নিজের কায়দায়। কাশ্মীরের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে কনসার্ট বাতিল করেন অরিজিৎ সিং। গত ২৭ এপ্রিল চেন্নাইয়ে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। পহেলগাঁও-র দুর্ভাগ্যজনক ঘটনার জেরে, আয়োজক ও শিল্পী যৌথ ভাবে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেয়।
ভারত-পাক উত্তেজনার আবহে এবার আবু ধাবির কনসার্ট বাতিল করলেন অরিজিৎ সিং। শিল্পীর সোশ্যাল পেজ থেকে বৃহস্পতিবার একটি পোস্ট করে আয়োজকরা। যেখানে স্পষ্ট বলা আছে, “সাম্প্রতিক ঘটনার কারণে, আমরা আবু ধাবিতে ৯ মে ২০২৫-এর অরিজিৎ সিং লাইভ কনসার্ট স্থগিত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এই সময়ে আপনাদের ধৈর্য, সমর্থন এবং বোঝাপড়ার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আমরা ভেন্যুর নিয়ে কাজ করছি এবং শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে।” যাঁরা এই অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন, তাঁরা চাইলে পুরো টাকা ফেরত পাবেন বলেও জানানো হয়েছে আয়োজকদের তরফে। দর্শকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top