মুর্শিদাবাদ – গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তের রাণীনগর থানার ডিগরী মাঠ এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র এবং দুটি গুলি। ঘটনায় লালন শেখ ও বাবু শেখ নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে রাণীনগর থানার পুলিশ।
ধৃতদের বাড়ি রাণীনগর থানার এলাকাতেই। আজ ধৃতদের আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে রাণীনগর থানার পুলিশ।
তবে ধৃতরা আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে ডিগরী মাঠ এলাকায় কী উদ্দেশ্যে এসেছিল, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, চোরাচালান চক্রের সঙ্গে কোনও যোগ থাকতে পারে।
