১৫ জুন ২০২১ :এই মাসেও খুলছে না ভারত-বাংলাদেশ সীমান্তে। সূত্র মারফত জানা যাচ্ছে , আগামী ৩০ জন পর্যন্ত বন্ধ থাকবে সীমান্ত।সোমবার বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে এক আধিকারিক এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।উল্লেখ্য , ১৪ জুন পর্যন্ত বন্ধ ছিল সীমান্ত। সেই মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। বাংলাদেশের যুক্তি, ভারতের সীমান্তবর্তী গ্রামগুলিতে করোনার প্রকোপ বৃদ্ধি পেতেই এই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ২৬ এপ্রিল বর্ডার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সরকার। প্রথমে ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ করা হয়েছিল। তবে এরপর দু’বার ধাপে ধাপে বাড়ানো হয় সেই বর্ডার বন্ধ রাখার মেয়াদ। সীমান্ত বন্ধ থাকলেও ১৫ দিন বা তার কম সময়সীমার কোনও বৈধ ভিসার ক্ষেত্রে বাংলাদেশিরা অবশ্য দেশে ফিরতে পারেন। সেক্ষেত্রে ১৪ দিন বাধ্যতামূলকভাবে আইসোলেশনে থাকতে হবে।



















