ভারত যে কোনও রকম আক্রমণ করলে পাকিস্তান জবাব দেবে : ইমরান খান

ভারত যে কোনও রকম আক্রমণ করলে পাকিস্তান জবাব দেবে : ইমরান খান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পাকিস্তান: ভারত যে কোনও রকম আক্রমণ করলে পাকিস্তান জবাব দেবে। রবিবার ইসলামাবাদের বিশেষ বৈঠকের পর এমনটাই বললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
এদিকে, সোমবার জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা। কিন্তু ইতিমধ্যে মোদীর বাসভবনে পৌঁছে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এনএসএ অজিত দোভাল।
সন্ত্রাসবাদ একেবারে কাশ্মীর থেকে নিমুল করতে বড়সড় অভিযানও চালানোর নির্দেশ সরকার দিতে পারে বলে জানা যাচ্ছে। অন্যদিকে, যেভাবে পিছনে থেকে পাকিস্তান কাশ্মীরে লাগাতার সন্ত্রাসবাদকে প্রশয় দিয়ে যাচ্ছে তা নিয়েও বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিতে পারে বলে জানা যাচ্ছে।

রবিবারই ভারতের বিরুদ্ধে বার্তা দিয়েছেন ইমরান খান। ট্যুইট করে ভারতীয় সেনার বিরুদ্ধে বার্তা দেন ইমরান খান। তিনি লিখেছেন, ‘সীমান্ত পার করে ভারত যে হামলা চালাচ্ছে, তার প্রতিবাদ জানাই।’ ভারতে জঙ্গি অনুপ্রবেশের পরও ইমরান খানের দাবি, ১৯৮৩-র চুক্তি ভঙ্গ করে বোমা ফেলেছে ভারত।
তাঁর দাবি, কাশ্মীর নিয়ে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে ভারত। ট্যুইটে ইমরান ফের সেই মধ্যস্থতার ইঙ্গিত দিয়েছেন। শনিবারই পাক অনুপ্রবেশের ছক বানচাল করে জঙ্গিদের মৃতদেহের ছবি প্রকাশ্যে এনেছে ভারতীয় সেনা। সীমান্তে নিহত হয়েছে ৭ অনুপ্রবেশকারী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top