ভারত সীমান্তে ফের নির্মাণ শুরু করেছে বেজিং। তিব্বতের মাবিজা জাঙ্গবো নদীর উপরে ড্যাম তৈরি করছে বেজিং। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই ছবি। ভারত-নেপাল এবং চিন তিন দেশের সীমান্তে থেকে ১৬ কিলোমিটার দূরেই সেই জলাধার তৈরি করছে। উত্তরাখণ্ডের কালাপানি এলাকার বিপরীতেই তৈরি করা হচ্ছে এই জলাধার। মাবিজা জাঙ্গবো নদীটির উৎপত্তি হয়েছে তিবব্বতে।
সেখান থেকে সেটি নেপালে প্রবেশ করেছ তারপরে নেপাল হয়ে ভারতের গঙ্গাতে এসে মিশেছে। ২০২১ সাল থেকেই নাকি এখানে জলাধার তৈরির কাজ শুরু করেছিল বেজি। এখানে নেপালের সঙ্গে ভারত এবং চিনের সীমান্ত ভাগাভাগি রয়েছে। তিন দেশের এই সংযোগস্থলে কোনও দেশের সেনাই পাহার দিতে পারে না।সেকারণে এই তিন দেশের সংযোগস্থলে হঠাৎ করে চিনের এই নির্মাণ নতুন করে পারদ চড়িয়েছে।
আরও পড়ুন – ভারত জোড়ো অভিযানের পরে এবার হাত সে হাত জোড়ো অভিযান
উল্লেখ্য, ভারত সীমান্তে ফের নির্মাণ শুরু করেছে বেজিং। তিব্বতের মাবিজা জাঙ্গবো নদীর উপরে ড্যাম তৈরি করছে বেজিং। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই ছবি। ভারত-নেপাল এবং চিন তিন দেশের সীমান্তে থেকে ১৬ কিলোমিটার দূরেই সেই জলাধার তৈরি করছে। উত্তরাখণ্ডের কালাপানি এলাকার বিপরীতেই তৈরি করা হচ্ছে এই জলাধার। মাবিজা জাঙ্গবো নদীটির উৎপত্তি হয়েছে তিবব্বতে।
সেখান থেকে সেটি নেপালে প্রবেশ করেছ তারপরে নেপাল হয়ে ভারতের গঙ্গাতে এসে মিশেছে। ২০২১ সাল থেকেই নাকি এখানে জলাধার তৈরির কাজ শুরু করেছিল বেজি। এখানে নেপালের সঙ্গে ভারত এবং চিনের সীমান্ত ভাগাভাগি রয়েছে। তিন দেশের এই সংযোগস্থলে কোনও দেশের সেনাই পাহার দিতে পারে না।সেকারণে এই তিন দেশের সংযোগস্থলে হঠাৎ করে চিনের এই নির্মাণ নতুন করে পারদ চড়িয়েছে।