বিদেশ – ভারতের বিদেশ মন্ত্রকের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৫ আগস্ট আলাস্কায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে যেসব বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে, তার সিদ্ধান্তকে ভারত স্বাগত জানাচ্ছে। এই বৈঠকের মাধ্যমে ইউক্রেনের সংঘাতের অবসান ঘটিয়ে শান্তির পথ উন্মোচনের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেও বহুবার বলেছেন, এখন যুদ্ধের যুগ নয়। আমেরিকা ও রাশিয়ার ঘোষণার পর এই মন্তব্য করেছে ভারত। ক্রেমলিন এবং ওয়াশিংটনের তরফে জানানো হয়েছে, রাশিয়া-ইউক্রেন সংঘাত সমাধানের জন্য শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করবেন। এই বৈঠকে ইউক্রেনের সংঘাত বন্ধ করার উপায় নিয়ে আলোচনা হবে।
ভারতের এই মন্তব্য আসতে সময়ই বিশেষ গুরুত্বপূর্ণ ছিল, কারণ ট্রাম্প অভিযোগ করেছিলেন যে ভারত ইউক্রেনের মানুষের প্রতি যথাযথ উদ্বেগ দেখায়নি এবং রাশিয়ার কাছ থেকে তেল কিনে মস্কোর শক্তি বাড়িয়ে দিয়েছে। তবে ভারতের তরফ থেকে ট্রাম্পের অভিযোগের বিরুদ্ধে কড়া ভাষায় বাস্তবতা তুলে ধরে জবাব দেওয়া হয়েছে। ভারত স্পষ্ট করে দিয়েছে, রাশিয়ার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক কী হবে, তা নির্ধারণ করবে না কোনও তৃতীয় দেশ। ট্রাম্পের অভিযোগ ও ৫০ শতাংশ শুল্ক চাপানোর পরও ভারতের প্রধানমন্ত্রী মোদী পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন।
এছাড়াও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মানতুরোভের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। এই বৈঠকে জ্বালানি, প্রতিরক্ষা, সামরিক ক্ষেত্রের পাশাপাশি অসামরিক বিমান, ধাতুবিদ্যা, রাসায়নিক শিল্পের মতো বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
