ভারাক্রান্ত মনে বিদায় নিলেন আইসি

ভারাক্রান্ত মনে বিদায় নিলেন আইসি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভারাক্রান্ত মনে বিদায় নিলেন আইসি । চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ বদলী হয়ে চলে গেলেন হাওড়া গ্রামীণে। দক্ষ পুলিশ অফিসারের বদলীতে চাঁচলবাসীর মন ভারাক্রান্ত। বিষাদের সূরে এদিন বিদায়কালীন সংবর্ধনা দেওয়া হল সাংবাদিক সংগঠনের তরফে।এছাড়াও সংবর্ধনা জ্ঞাপণ করতে আসেন এলাকার রাজনৈতিক নেতা নেত্রী,ব‍্যবসায়ী সহ সমাজসেবী ও পুলিশ কর্মীরাও।এদিন চাঁচল থানার সম্পূর্ণ দায়িত্ব ভার আই.সি পূর্ণেন্দু কুন্ডুকে হস্তক্ষেপ করেন সুকুমার ঘোষ। থানা ছেড়ে যাওয়ার প্রায় মিনিট কয়েক আগে নয়া আই.সি কে থানার প্রকৃতি,সীমানা ও নয়া ভবনগুলিও দেখিয়ে দেওয়া হয় নতুন আই.সিকে।

 

দেখিয়ে দেওয়া হয় থানার পেছনে সবুজ সৌন্দর্যায়নে ঘেরা প্রাকৃতিক পুকুর টিকেও। গত সাড়ে তিনবছরে চাঁচল থানা চত্বরের পরিবেশ কিভাবে সাজানো হয়েছে তা একঝলক সবাইকে দেখিয়ে দিয়ে গেলেন। সিভিক ব‍্যারাক,হাইমাস্ট লাইট,থানার আঙিনায় পেপার ব্লক বসানো,মহিলা সিভিকদের প্রতীক্ষালয়,মালখানা,বিভিন্ন প্রজাতির ছোটো বড় বৃক্ষ,সিসিটিভি অন‍্যান‍্য কাজের খতিয়ান দেখিয়ে গেলেন সদ‍্য প্রাক্তন আইসি সুকুমার ঘোষ।

 

এছাড়াও প্রশংসনীয় তখনই হয়ে উঠেছিল উর্দিধারী,যখন লকডাউনের জেরে অর্ধাহারে অনাহারে কাটছিল অসহায়দের। সেই সময় চাঁচল থানার আইসির উদ‍্যোগে বিভিন্ন এলাকায় খাদ‍্য দ্রব‍্য বিলি করা হয়েছিল।উর্দিধারীদের সেই কর্মসূচি নাড়িয়ে দিয়েছিল চাঁচলবাসীকে।

আরও পড়ুন – টেক সাপোর্টের নাম করে জার্মানির বাসিন্দাদের, বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার ৪

উল্লেখ্য, চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ বদলী হয়ে চলে গেলেন হাওড়া গ্রামীণে। দক্ষ পুলিশ অফিসারের বদলীতে চাঁচলবাসীর মন ভারাক্রান্ত।বিষাদের সূরে এদিন বিদায়কালীন সংবর্ধনা দেওয়া হল সাংবাদিক সংগঠনের তরফে।এছাড়াও সংবর্ধনা জ্ঞাপণ করতে আসেন এলাকার রাজনৈতিক নেতা নেত্রী,ব‍্যবসায়ী সহ সমাজসেবী ও পুলিশ কর্মীরাও।এদিন চাঁচল থানার সম্পূর্ণ দায়িত্ব ভার আই.সি পূর্ণেন্দু কুন্ডুকে হস্তক্ষেপ করেন সুকুমার ঘোষ। থানা ছেড়ে যাওয়ার প্রায় মিনিট কয়েক আগে নয়া আই.সি কে থানার প্রকৃতি,সীমানা ও নয়া ভবনগুলিও দেখিয়ে দেওয়া হয় নতুন আই.সিকে। ভারাক্রান্ত মনে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top