ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে ভ্যাকসিনেশন অনুষ্ঠানের উদ্ধবোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে ভ্যাকসিনেশন অনুষ্ঠানের উদ্ধবোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৬ জানুয়ারি২০২১উত্তর দিনাজপুর:ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভ্যাক্সিনেশন সেন্টারের উদ্বোধন সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়।

রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভ্যাক্সিনেশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার, মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক অমল আচার্য, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল দিলীপ পাল, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্তিক চন্দ্র মন্ডল সহ অন্যান্য স্বাস্থ্য ও জেলা প্রশাসনের আধিকারিকেরা। উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন, জেলায় প্রথম পর্যায়ে ১৫০৪৫ জন স্বাস্থ্যকর্মীকে এই করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ আজ থেকে শুরু হলো। মাননীয়া মুখ্যমন্ত্রী ভার্চুয়ালের মাধ্যমে ভ্যাক্সিনেশন সেন্টারের উদ্বোধন করেছেন। রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি জেলার আরও পাঁচটি হাসপাতালেও আজ ভ্যাক্সিনেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। করোনা ভ্যাকসিন নেওয়ার পর কোনও স্বাস্থ্যকর্মীর কোনওরকম অসুবিধা হয়নি।

আরও পড়ুন…মুর্শিদাবাদ জেলায় বাইশটা আসনদিতে পারে দাবি মিম দলের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top