
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ২১ ফেব্রুয়ারি, বসিরহাট মহাকুমার বসিরহাট স্টেশনে পথশিশুদের নিয়ে চিত্রপদর্শনীর আয়োজন করা হয়।আজ আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে অনাথ পথশিশুদের চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে জীবন সংগ্রামকে তুলে ধরলেন শিল্পী তরুণ চন্দ্র।
জানা যায়, বহুদিন ধরে শিল্পী তরুণ চন্দ্র স্টেশন লাগোয়া পথশিশুদের বিনা পারিশ্রমিকে পড়ান ও আকাঁন।বেশ কয়েক বছর ধরে বসিরহাট স্টেশন চত্বরে রঙ তুলির ক্যানভাস-এর মধ্যে এই ভাষা দিবসের দিনে শহীদদের স্মৃতিচারণ করা হয়। ১৯৫২ সালে একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে আন্তর্জাতিক ভাষা দিবসের আন্দোলনে বরকত জব্বার সালাম রফিক গুলিতে মৃত্যু হয়। তাই আজ এই দিনটাকে একদিকে যেমন সীমান্ত শহর বসিরহাট অন্যদিকে স্টেশন লাগোয়া চিত্রশিল্পীদের উদ্যোগে পথ শিশুদের নিয়ে তৈরি হল এই চিত্র প্রদর্শনী।



















