ভাইরাল – উত্তরপ্রদেশের রামপুরে ঘটেছে এক অভাবনীয় ঘটনা। প্রথমে ভাসুরপোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক বধূ, পরে থানার ভেতরেই সেই ভাসুরপোকেই বিয়ে করেন তিনি। ইতিমধ্যেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে চাঞ্চল্য তৈরি করেছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বধূর স্বামী নূরপালের অভিযোগ, তাঁর স্ত্রী গত তিন বছর ধরে ভাসুরপোর সঙ্গে গোপনে সম্পর্কে জড়িয়ে ছিলেন। তিনি বাড়িতে না থাকলেই স্ত্রী এবং ভাসুরপোর গোপন দেখা-সাক্ষাৎ চলত। দীর্ঘদিন পর সম্পর্কের কথা গ্রামে ছড়িয়ে পড়ে এবং তা জানতে পারেন নূরপাল ও তাঁর পরিবার। সতর্ক করা হলেও সম্পর্ক থামেনি। শেষে স্ত্রীকে বাড়ি থেকে বার করে দেন নূরপাল এবং ভাসুরপোর সঙ্গেই থাকতে বলেন।
এরপর বধূ সরাসরি ভাসুরপোর কাছে বিয়ের দাবি তোলেন। কিন্তু তরুণ ভাসুরপো রাজি না হওয়ায় থানায় গিয়ে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন বধূ। জানা যায়, পুলিশ তরুণকে থানায় ডেকে পাঠালে সেখানে উপস্থিত হন বধূও। জনসমক্ষে ভাসুরপোর গলায় মালা পরিয়ে দেন তিনি, অনিচ্ছাসত্ত্বেও সিঁথিতে সিঁদুর দেন তরুণ। ঠিক সেই দৃশ্যই ক্যামেরাবন্দি হয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
‘এবিপি নিউজ়’-এর এক্স হ্যান্ডলে শেয়ার হওয়া ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। নেটাগরিকদের একাংশ ঘটনাকে ব্যঙ্গ করে মন্তব্য করেছেন—“যেমন কর্ম, তেমন ফল।” অন্যদিকে, অনেকে সামাজিক অবক্ষয় হিসেবে দেখছেন এই দৃশ্যকে। তাঁদের মন্তব্য, ‘‘ঘোর কলিযুগে এমন দৃশ্য আগে দেখা যায়নি।’’
