ভিক্ষুকের বেশে বাড়িতে ঢুকে নগদ ৩৫ হাজার টাকা এবং দুই ভরি সোনার গয়না লুট

ভিক্ষুকের বেশে বাড়িতে ঢুকে নগদ ৩৫ হাজার টাকা এবং দুই ভরি সোনার গয়না লুট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভিক্ষুকের বেশে বাড়িতে ঢুকে নগদ ৩৫ হাজার টাকা এবং দুই ভরি সোনার গয়না লুট করে পালালো এক মধ্যবয়স্ক মহিলা। বুধবার সকালে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ী পাড়াসামুনডি এলাকায় । যে সময় ওই ভিক্ষুক মহিলা এক গৃহস্থের বাড়িতে ঢুকে ছিল, সেই সময় বাড়ির পুরুষেরা কাজে বেরিয়ে ছিলেন ।

 

বাড়ির গৃহবধূ পাশের দোকানে গিয়েছিলেন। সেই ফাঁকে নিচতলার ঘরে শোকেসের মধ্যে রাখা নগদ টাকা ও সোনার গয়না লুঠ করে পালাই ওই মহিলা বলে অভিযোগ। পরে বিষয়টি প্রতিবেশী সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। এদিকে এই ঘটনার খবর পেয়ে তদন্তে আসে পুরাতন মালদা থানার পুলিশ। পুলিশের সামনে মূল্যবান সোনার অলংকার এবং নগদ টাকা খৈয়া যাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। ওই বাড়ির গৃহবধূ রোজি খাতুন বলেন , পাশের মুদিখানার দোকানে কিছু সামগ্রী আনতে গিয়েছিলাম। শোকেস থেকে ৫০০ টাকা নিয়ে গিয়েছিলাম।

আরও পড়ুন – শরদ পাওয়ারের টেররিস্টের সাথে যোগাযোগ ছিল, এইরকম একজন রাষ্ট্রপতি হলে দেশে টেররিজম বাড়বে, দিলীপ

এরপর বাড়ি এসে দেখি শোকেসে রাখা দুই জোড়া সোনার কানের দুল, হাতের বালা কিছুই নেই। নগদ ৩৫ হাজার টাকা শোকেসের একটি ব্যাগে রাখা ছিল । সেটি উধাও হয়ে গিয়েছে। আমার ছোট মেয়ে জানায় একজন মধ্য বয়স্ক মহিলা ভিক্ষা চাইতে ঘরে ঢুকেছিল। তখন আমার মেয়ের চিৎকার করেছিল। এরপরই প্রতিবেশীর বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানতে পারি অচেনা ওই মধ্য বয়স্ক মহিলা ফাঁকা ঘরে সুযোগ নিয়েই চুরি করে পালিয়েছে। পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, পড়াসামুনডি এলাকার জনৈক ইন্তাজুল শেখের বাড়িতে চুরির ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ দেখে ওই মহিলাকে সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ভিক্ষুকের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top