ভিডিও কলে নগ্ন মহিলার ভিডিও দেখিয়ে টাকা দাবি করার অভিযোগ । অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ,ফেসবুক বা মেসেঞ্জারে হঠাৎ ভিডিও কল৷আর তা রিসিভ করলেই ফাঁদে ফেলে টাকা দাবি করার নতুন কৌশল শুরু হয়েছে৷ ভিডিও কলে নগ্ন মহিলার ভিডিও দেখিয়ে টাকা দাবি করা হয়। সম্মানহানির ভয়ে অনেকেই সেই টাকা দিয়েও দেন৷ এবার নতুন এই সাইবার অপরাধের মাধ্যমে ফাঁদে ফেলার চেষ্টা করে হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামের বাসিন্দা তথা গ্রাম্য চিকিৎসক আব্দুল খাবির কে।
আব্দুল খাবির জানান,শুক্রবার হোয়াটসঅ্যাপে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে৷কল রিসিভ করতেই এক মহিলার নগ্ন ছবি ভেসে ওঠে। এরপর স্ক্রিন শট ও ভিডিও কল রেকর্ড করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করে।মোটা অঙ্কের টাকা দাবি করে।টাকা দিতে অস্বীকার করলে সি বি আই এর পরিচয় দিয়ে একের পর এক হুমকি কল আসতে শুরু করে।
ভিডিও কলে যেহেতু যার কাছে ফোন আসে তার ছবিও স্ক্রিনে ভেসে ওঠে,সেই সুযোগকে কাজে লাগিয়েই ফাঁদে ফেলার চেষ্টা করা হয়৷যদিও ভয় না পেয়ে সোজা পুলিশের দ্বারস্থ হন ওই গ্ৰাম্য চিকিৎসক।রবিবার রাতে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷যে ভুয়ো অ্যাকাউন্ট থেকে ফোন আসে,সেই তথ্যও পুলিশকে দিয়েছেন খাবিরবাবু।এই ধরনের সাইবার অপরাধের কথা খাবিরবাবু জানতেন,তাই ফাঁদে পা না দিয়ে সোজা পুলিশের দ্বারস্থ হন৷ফেসবুকে নিজের বন্ধুদেরও বিষয়টি নিয়ে অবহিত করেন তিনি৷ হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন- গঙ্গা ভাঙন নিয়ে সিপিআইএম এবং কংগ্রেসের বিরুদ্ধে অরাজকতার অভিযোগ তুলে প্রতিবাদ সভা তৃণমূলের
উল্লেখ্য, অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ,ফেসবুক বা মেসেঞ্জারে হঠাৎ ভিডিও কল৷আর তা রিসিভ করলেই ফাঁদে ফেলে টাকা দাবি করার নতুন কৌশল শুরু হয়েছে৷ভিডিও কলে নগ্ন মহিলার ভিডিও দেখিয়ে টাকা দাবি করা হয়।সম্মানহানির ভয়ে অনেকেই সেই টাকা দিয়েও দেন৷এবার নতুন এই সাইবার অপরাধের মাধ্যমে ফাঁদে ফেলার চেষ্টা করে হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামের বাসিন্দা তথা গ্রাম্য চিকিৎসক আব্দুল খাবির কে।